সরকারি কর্মীদের জন্য সের খবর! এপ্রিলেই অতিরিক্ত টাকা, সঙ্গে তিনমাসের এরিয়ার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সম্প্রতি সুখবর পেয়েছেন। মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) ২% বৃদ্ধি করা হয়েছে। এর অর্থ হল সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে তাদের মহার্ঘ্য ভাতা ৫৩% থেকে ৫৫% বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধি তাদের এপ্রিলের বেতনে দেখা যাবে। এর পাশাপাশি, কর্মচারীরা তিন মাসের বকেয়া বেতনও পাবেন, যার ফলে তাঁদের বেতনের সাথে অতিরিক্ত অর্থ যোগ হবে।

মহার্ঘ্য ভাতা বৃদ্ধির বিষয়টি কী?

২% মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ফলে, প্রায় এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী উপকৃত হবেন। এই বৃদ্ধি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (এআইসিপিআই) বৃদ্ধির উপর ভিত্তি করে করা হয়েছে, যা জুলাই থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত ৫৫.০৫% বৃদ্ধি দেখিয়েছে, যার ফলে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির সূত্রপাত হয়েছে।

কর্মচারীরা অতিরিক্ত কত টাকা পাবেন?

নিয়মিত কর্মচারীদের জন্য: ১৮,০০০ টাকা ন্যূনতম বেতন প্রাপ্ত কর্মচারীরা প্রতি মাসে পাবেন ৩৬০ টাকা বেশি। এছাড়াও, তারা গত তিন মাসের বকেয়া হিসেবে ১,০৮০ টাকা পাবেন।

অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য: যেসব অবসরপ্রাপ্ত কর্মচারী ৯,০০০ টাকা মূল পেনশন পান, তাঁরা প্রতি মাসে ১৮০ টাকা বৃদ্ধি পাবেন। তারা গত তিন মাসের বকেয়া ৫৪০ টাকাও পাবেন।

পেনশনভোগীরাও উপকৃত হবেন

ডিএ বৃদ্ধি কেবল কর্মরত কর্মীদের জন্যই নয়, পেনশনভোগীদের জন্যও উপকারী হবে। ৬৬.৫ লক্ষ পেনশনভোগী রয়েছেন এবং এপ্রিল থেকে তাদের মাসিক পেনশন বৃদ্ধি পাবে।

এদিকে, ৮ম বেতন কমিশন ১ জানুয়ারী, ২০২৬ থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই এই নতুন কমিশন গঠনের অনুমোদন দিয়েছেন, যা সরকারি কর্মচারীদের বেতন এবং সুবিধাগুলিতে আরও পরিবর্তন আনবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এখন বছরে একাধিকবার এই ভাতা পাওয়া যাবে?

সপ্তম বেতন কমিশনের অধীনে, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী, নৌবাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) এবং উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা বার্ষিক ২০,০০০ টাকা বেতন পাওয়ার যোগ্য।

মিলিটারি নার্সিং সার্ভিস (এমএনএস) অফিসার, পুলিশ অফিসার, কাস্টমস, সেন্ট্রাল এক্সাইজ, নারকোটিক্সের মতো বিভাগের এক্সিকিউটিভ স্টাফ এবং আইসিএলএস এবং এনআইএ-এর অফিসাররা, অন্যান্যদের মধ্যে, বার্ষিক ১০,০০০ টাকা ভাতা পাওয়ার যোগ্য।

আরও পড়ুন: ১৫ বছরে ১৮ লাখ টাকা সুদ! SBI-র এই স্কিমে বিনিয়োগ করলেই লক্ষ্মীলাভ

প্রতিরক্ষা বাহিনী, সিএপিএফ, রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ), ইউটি পুলিশ এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে অফিসার পদমর্যাদার নীচের কর্মীদের পাশাপাশি ভারতীয় রেলওয়ের স্টেশন মাস্টাররাও প্রতি বছর ১০,০০০ টাকা বেতন পান।

কিছু নিম্ন-গ্রেডের কর্মচারী যাদের নিয়মিতভাবে ইউনিফর্ম পরতে হয় — যেমন ট্র্যাকম্যান, রেলওয়ের চলমান কর্মী, স্টাফ কার ড্রাইভার এবং অ-বিধিবদ্ধ ক্যান্টিন কর্মীরা — তারা বার্ষিক ৫,০০০ টাকা ভাতা পাওয়ার যোগ্য।

Leave a Comment