মোবাইল ছাড়া বর্তমান যুগ অচল। সিম কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। কিন্তু সিম কার্ড সংক্রান্ত জালিয়াতিও ক্রমশই বেড়ে চলেছে। তাই এবার ভারত সরকার সিম কার্ড ব্যবহারের জন্য বড়সড় পরিবর্তন আনছে। নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শর্ত না মানলে দুই বছরের জন্য সিম কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে। আসুন সিম কার্ড সম্পর্কিত নতুন নিয়মগুলি জেনে একে একে জেনে নিই।
সিম কার্ড ব্যবহারের নতুন নিয়ম
সাম্প্রতিক সময়ে ভারত সরকার সিম কার্ড কেনা এবং ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। সেগুলি হল-
১) বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক
নতুন সিম কার্ড কিনতে হলে এখন থেকে বায়োমেট্রিক যাচাই করা বাধ্যতামূলক। অর্থাৎ, শুধুমাত্র আধার কার্ড দিলেই চলবে না, বায়োমেট্রিক তথা আঙ্গুলের ছাপ বা চোখের রেটিনা স্ক্যান করা লাগবে। এর ফলে ভুয়া পরিচয়ে সিম কার্ড কেনা আটকানো যাবে।
২) এক ব্যক্তির জন্য সর্বোচ্চ ৯টি সিম
সরকার নির্ধারণ করে দিয়েছে যে, একজন ব্যক্তি সর্বোচ্চ ৯টি সিম কার্ড কিনতে পারবেন। যদি কেউ এর বেশি সিম রাখেন তাহলে প্রথমবার ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে এবং পুনরায় একই ভুল করলে জরিমানার অংক বেড়ে ২ লক্ষ টাকা করা হতে পারে।
৩) জাল নথি দিয়ে সিম কিনলে তিন বছর জেল
যদি কেউ জাল ডকুমেন্ট ব্যবহার করে সিম ক্রয় করে থাকেন তাহলে তাকেও করা শাস্তির মুখোমুখি হতে হবে। এর জন্য সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং তিন বছরের জেল হতে পারে।
৪) দুই বছরের জন্য সিম বন্ধ
নতুন নিয়ম অনুযায়ী, যদি কোন সিম কার্ড দুই বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকে অর্থাৎ, কোন কল, মেসেজ বা রিচার্জ না করা হয় তাহলে সেই সিম কার্ড স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ফলে যদি আপনার পুরনো সিম কার্ডের সংযোগ বিচ্ছিন্ন না করতে চান তাহলে নিয়মিত ব্যবহার করুন।
৫) দোকানদারদের জন্য কঠোর নিয়ম
যারা সিম কার্ড বিক্রি করেন তাদের জন্যও সরকার কিছু কড়া নিয়ম চালু করেছে। যেমন- প্রত্যেক গ্রাহকের ছবি দশটি ভিন্ন ভিন্ন কোন থেকে তুলতে হবে। এছাড়া গ্রাহকের পরিচয় যাচাই করতে হবে। পাশাপাশি নির্দিষ্ট নিয়ম না মানলে দোকানদারদেরও বড় অংকের জরিমানা করতে হবে।
আরও পড়ুন: চাকরি ছাড়াই মিলবে পেনশন, সবাই পাবে! কেন্দ্র সরকারের বড় ঘোষণা
আপনার নাম্বারের বিরুদ্ধে জালিয়াতি হয়েছে কিনা কিভাবে দেখবেন?
আপনার নামে কোন অজানা সিম কার্ড তোলা হয়েছে কিনা বা আপনার নাম্বার নিয়ে কোন জালিয়াতি করা হয়েছে কিনা তা আপনি সহজেই বাড়ি বসে অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- প্রথমে যোগাযোগ মন্ত্রের TAFCOP পোর্টালে যান।
- এরপর আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।
- এরপর আপনার নামের সঙ্গে যুক্ত সমস্ত সিম নাম্বার স্ক্রিনে দেখতে পাবেন।
- যদি কোন অজানা নাম্বার দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দিন।
সিম কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম সকল মোবাইল ব্যবহারকারীদের মেনে চলা অত্যন্ত জরুরী। তাই নিজের সিম কার্ড সচল রাখতে এবং জালিয়াতির এড়াতে অবশ্যই নির্দেশিকা মেনে চলুন।