আপনি যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে মেয়াদের আগেই শোধ করে দিতে চান, তাহলে আপনার জন্য সুখবর। এতদিন পর্যন্ত ঋণের মেয়াদ শেষ হওয়ার আগে কেউ লোন পরিশোধ করতে চাইলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি ফোরক্লোজার চার্জ বা প্রি-পেমেন্ট ফি কাটত।
কিন্তু এবার থেকে এই নিয়ম বদলাতে চলেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এমনই একটি নতুন নিয়ম আনতে চলেছে, যেখানে মেয়াদের আগের ঋণ পরিশোধ করতে হলে অতিরিক্ত কোনরকম চার্জ দিতে হবে না।
নতুন নিয়ম কী বলছে?
ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি একটি খসড়া নির্দেশিকা জারি করেছে। সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ঋণের মেয়াদ শেষ হওয়ার আগেই তা পরিশোধ করলে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোন রকম বাড়তি চার্জ নিতে পারবে না। ব্যবসা এবং ছোট ও মাঝারি ঋণ বা MSME-এর ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হতে চলেছে।
এই রিপোর্টের উপর ভিত্তি করে আগামী ২১শে মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত সমস্ত স্টোকহোল্ডারদের মতামত নেওয়া হবে। এরপরই ভারতীয় রিজার্ভ ব্যাংক এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানানো হয়েছে।
গ্রাহকদের জন্য কী কী সুবিধা হবে?
এই নতুন নিয়ম কার্যকর হলে ঋণগ্রহীতারা আর্থিক স্বাধীনতা পাবেন। অর্থাৎ, যারা দ্রুত ঋণ পরিশোধ করে দিতে চান তাদের জন্য প্রি-পেমেন্ট চার্জ সব থেকে বড় বাধা ছিল। কিন্তু এই নতুন নিয়ম চালু হলে-
- ঋণগ্রহীতারা বাড়তি চার্জ ছাড়া ঋণের টাকা পরিশোধ করতে পারবেন।
- কোন লগ-ইন পিরিয়ড ছাড়াই ঋণ পরিশোধ করার সুযোগ থাকবে।
- MSME এবং ছোট ব্যবসাগুলির ক্ষেত্রেও এই সুবিধা দেওয়া হবে। ফলে তাদের উপর থেকেও ঋণের বোঝা কমবে।
বর্তমান এবং নতুন নিয়মের পার্থক্য
বর্তমান সময়ে অনেক ব্যাংক এবং নন ব্যাংকিং সংস্থাগুলি নির্দিষ্ট শর্তে প্রি-পেমেন্ট চার্জ কেটে নেয়। বিশেষ করে ব্যবসায়িক ঋণ এবং ফ্লোটিং রেটের টার্ম লোনের ক্ষেত্রে অতিরিক্ত ফি কেটে নেওয়া হতো। তবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই নতুন নির্দেশিকা কার্যকর হলে-
- কোন ব্যাংক বা NBFC গ্রাহকদের ঋণের অগ্রিম পরিশোধের জন্য অতিরিক্ত কোন চার্জ দিতে হবে না।
- ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকদের এই সুবিধা সম্পর্কে আগেভাগেই জানিয়ে দিতে হবে।
- সরকারি ব্যাংক এবং কিছু নির্দিষ্ট NBFC-এর ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে।
আরও পড়ুন: ভারতীয় প্রযুক্তিতে বিপ্লব! ২০২৫-এই নয়া চমক দেবে ভারত, বড় ঘোষণা তথ্যপ্রযুক্তি মন্ত্রীর
ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপ ঋণগ্রহীতাদের জন্য বড় স্বস্তি আনতে চলেছে। তাই যারা ঋণ নিয়ে দ্রুত পরিশোধ করতে চান, তারা এবার থেকে আর অতিরিক্ত চার্জের ঝামেলা ছাড়াই ঋণ নিতে পারবেন। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে এই নিয়ম কার্যকর হবে সেটা দেখার।