এইসব লোকদের বিনামূল্যে রেশন বন্ধ হয়ে যাবে, ১৫ই ফেব্রুয়ারির মধ্যে এই কাজ করতেই হবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

খাদ্য দপ্তরের তরফ থেকে রেশন কার্ডধারীদের জন্য একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। আপনি যদি ফ্রিতে বা বিনামূল্যে রেশন নিয়ে থাকেন, তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই জানা দরকার। ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে এই কাজ আপনাকে সম্পন্ন করতেই হবে। নাহলে আপনি রেশনের সুবিধা থেকে বঞ্চিত হবেন। এমনকি আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে।

কী নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ?

খাদ্য দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রেশন কার্ডের E-KYC করা বাধ্যতামূলক। ১৫ই ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে বিনামূল্যে রেশন পাওয়ার অধিকার হারাতে পারেন। খাদ্য এবং সরবরাহ দপ্তর থেকে এই বিষয়ে একটি সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

তাই যারা এখনো E-KYC করেননি, তাদের ১৫ই ফেব্রুয়ারির মধ্যে E-KYC সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন না করলে ১৬ই ফেব্রুয়ারি থেকে আর বিনামূল্য রেশন পাওয়া যাবে না। এমন কি রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে।

E-KYC কী এবং কেন গুরুত্বপূর্ণ?

E-KYC হল একটি ডিজিটাল যাচাই প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় নিবন্ধিত করা হয়। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে, সঠিক ব্যক্তি সরকারের সুবিধা গ্রহণ করছেন। E-KYC-তে আধার কার্ড ব্যবহার করে বায়োমেট্রিক বা ওটিপি যাচাইকরণ করা হয়।

E-KYC এর পুরো কথা হল know your customer। E-KYC করার ফলে রেশন কার্ডের তথ্য আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করা হয়, যা সরকারের কাছে আপনার পরিচয় নিশ্চিত করতে সাহায্য করে। 

কীভাবে করবেন রেশন কার্ডের E-KYC?

রেশন কার্ডের E-KYC করার জন্য এখন আর রেশন দোকান বা কোন সাইবার ক্যাফে যাওয়া লাগবে না। আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে E-KYC করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • সর্বপ্রথম প্লে-স্টোরে গিয়ে Mera Ration 2.0 অ্যাপ ডাউনলোড করুন।
  • অ্যাপ ইন্সটল করার পর মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • এরপর নিবন্ধিত মোবাইল নাম্বার একটি ওটিপি পাঠানো হবে, সেটি ইনপুট করুন।
  • এরপর পরিবারের বিবরণ পরিচালনা করুন (Manage Family Details) অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর নিজের প্রয়োজনীয় তথ্য প্রবেশ করান এবং E-KYC প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • সব তথ্য যাচাই করার পর সাবমিট বাটনে ক্লিক করুন।

আরও পড়ুন: লটারির টিকিট বিক্রেতা এবং ডিস্ট্রিবিউটারদের জন্য বড় সুখবর, এবার আর সরকারকে ট্যাক্স দিতে হবে না

E-KYC না করলে কী হবে?

আপনি যদি নির্ধারিত সময়সীমার মধ্যে E-KYC না করেন তাহলে আপনার রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্য রেশন দেওয়া বন্ধ হয়ে যাবে। এমনকি আপনার রেশন কার্ডটা বাতিল হয়ে যেতে পারে। সরকারের দেওয়া সুবিধাগুলি পেতে তাই দেরি না করে এখনই একইওয়াইসি সম্পন্ন করুন।

Leave a Comment