টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) নতুন নিয়ম কার্যকর করার পর থেকে মোবাইল রিচার্জে বড়সড় পরিবর্তন এসেছে। মোবাইল ডাটা ব্যবহারকারীদের অতিরিক্ত খরচ এড়াতে ভয়েস অনলি প্যাক চালু করেছে এয়ারটেল ও জিওর মধ্যে টেলিফোন সংস্থাগুলি। এবার এই প্ল্যানগুলোর দাম আরো কমিয়ে গ্রাহকদের জন্য সুখবর নিয়ে আসলো এই দুটি টেলিগ্রাম সংস্থা।
Jio-এর নতুন ভয়েস অনলি প্ল্যান
১) Jio-এর ৪৪৮ টাকার প্ল্যান
- আগে এই প্ল্যানের দাম ছিল ৪৫৮ টাকা
- নতুন দাম হয়েছে ৪৪৮ টাকা
- এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন
- সুবিধা- আনলিমিটেড কলিং + ১০০০টি ফ্রি SMS পাওয়া যাবে
- তবে এই প্ল্যানে ডেটা সুবিধা নেই এবং আলাদা করে ডেটা প্যাক রিচার্জ করা যাবে না।
২) Jio-এর ১,৭৪৮ টাকার প্ল্যান
- আগে এই প্ল্যানের দাম ছিল ১,৯৫৮ টাকা
- নতুন দাম হয়েছে ১,৭৪৮ টাকা
- এই প্ল্যানের বৈধতা ৩৩৬ দিন
- সুবিধা- আনলিমিটেড কলিং + ৩,৬০০টি ফ্রি SMS পাওয়া যাবে
Airtel-এর নতুন ভয়েস অনলি প্ল্যান
১) Airtel-এর ৪৬৯ টাকার প্ল্যান
- আগে এই প্ল্যানের দাম ছিল ৪৯৯ টাকা
- নতুন দাম হয়েছে ৪৬৯ টাকা
- এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন
- সুবিধা- আনলিমিটেড কলিং + ৯০০টি ফ্রি SMS পাওয়া যাবে
২) Airtel-এর ১,৮৪৯ টাকার প্ল্যান
- আগে এই প্ল্যানের দাম ছিল ১,৯৫৯ টাকা
- নতুন দাম হয়েছে ১,৮৪৯ টাকা
- এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন
- সুবিধা- আনলিমিটেড কলিং + ৩,৬০০টি ফ্রি SMS পাওয়া যাবে
TRAI-এর নতুন নির্দেশিকা
TRAI-এর নতুন নির্দেশিকা অনুসারে শুধুমাত্র কলিং-এর জন্য নতুন রিচার্জ প্ল্যান চালু করতে বাধ্য হয়েছে টেলিকম সংস্থাগুলি। তবে প্রথম পর্যায়ে এই প্ল্যানগুলোর দাম বেশি থাকায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা যায়। দুটি সংস্থা তাদের ভয়েস অনলি প্ল্যানগুলোর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা
গ্রাহকরা এখন খুব কম খরচে দীর্ঘমেয়াদি কলিং প্লান ব্যবহার করতে পারবে, যা আগের চেয়ে অনেক সাশ্রয়ী। বিশেষ করে যারা শুধুমাত্র কলিং এর জন্য রিচার্জ করেন তাদের জন্য এই পরিবর্তন অত্যন্ত জরুরি হতে চলেছে।
আরও পড়ুন: দুয়ারে সরকার ক্যাম্পে রেকর্ড আবেদন, ৩ লক্ষ নতুন উপভোক্তা যুক্ত হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে
বিশেষজ্ঞদের মতামত
টেলিকম বিশেষজ্ঞের মতে TRAI-এর নতুন নিয়ম গ্রাহকের সুবিধার কথা ভেবেই তৈরি করা হয়েছে। এতে গ্রাহকদের আর্থিক দিক থেকে অনেকটাই সাশ্রয় হবে এবং প্রয়োজনীয় খরচ এড়ানো যাবে।
এয়ারটেল এবং জিওর নতুন ভয়েস অনলি প্ল্যানগুলির দাম কমানোর ফলে গ্রাহকদের মধ্যে খুশির হাওয়া দেখা গেছে। এই পরিবর্তন টেলিকম ইন্ডাস্ট্রিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়। তাই আর দেরি না করে এখনি আপনার প্রয়োজন অনুযায়ী রিচার্জ করুন।