বর্তমান সময়ে সবচেয়ে বড় ঘোষণা নিয়ে হাজির হয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। এবার থেকে সিম কার্ডে রিচার্জ না করলেও সিম চালু থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত। এই নিয়ম দেশের সমস্ত টেলিকম অপারেটরদের ক্ষেত্রেই প্রযোজ্য। চলুন দেখে নেওয়া যাক জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং BSNL-এর নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য।
জিও (Jio)-এর নতুন বৈধতার সময়সীমা
জিও সিম কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম অনুযায়ী রিচার্জ না করলেও সিমটি ৯০ দিন পর্যন্ত চালু থাকবে। তবে এই সময়ের মধ্যে যদি কোন রকম রিচার্জ না করা হয় তাহলে সেই সিম পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং নম্বরটি অন্য গ্রাহকের কাছে বরাদ্দ করে দেওয়া হবে। তাই নম্বরটি সক্রিয় রাখতে হলে এই সময়সীমার মধ্যে ন্যূনতম রিচার্জ করতেই হবে।
এয়ারটেল (Airtel)-এর নতুন নিয়ম
এয়ারটেলের গ্রাহকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ৯০ দিন রিচার্জ ছাড়াই সিম চালু থাকবে। তবে ৯০ দিন পেরিয়ে গেলে গ্রাহকদের জন্য অতিরিক্ত ১৫ দিনের একটি গ্রেস পিরিয়ড দেওয়া হবে। এই সময়ের মধ্যেও যদি রিচার্জ না করা হয়, তাহলে সিম নিষ্ক্রিয় হয়ে যাবে বা অন্য গ্রাহকের কাছে বরাদ্দ করে দেওয়া হবে।
ভোডাফোন আইডিয়া (Vi)-এর নতুন নিয়ম
ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রেও একই রকম নিয়ম ঘোষণা করা হয়েছে। ৯০ দিন পর্যন্ত রিচার্জ ছাড়াই সিম চালু থাকবে। তবে এরপর সিম চালু রাখতে ৪৯ টাকা রিচার্জ করতে হবে। রিচার্জ না করলে সিম নিষ্ক্রিয় হয়ে যাবে।
BSNL-এর নতুন নিয়ম
সরকারি টেলিকম অপারেটর BSNL ব্যবহারকারীদের জন্য বৈধতার সময়সীমা আরো বাড়িয়ে দিয়েছে। রিচার্জ না করেও ১৮০ দিন পর্যন্ত সিম চালু রাখা যাবে। এর ফলে BSNL-এর গ্রাহকদের বারবার রিচার্জ করার ঝামেলায় পড়তে হবে না।
সিম সক্রিয় রাখতে কত খরচ হবে?
৯০ দিনের মেয়াদ পেরিয়ে গেলেও গ্রাহকদের একটি বিশেষ সুযোগ দেওয়া হবে। যদি প্রিপেইড ব্যালেন্সে ২০ টাকা থাকে তাহলে সেই ২০ টাকা কেটে নিয়ে অতিরিক্ত ৩০ দিনের বৈধতা দেওয়া হবে। এই সময়সীমার মধ্যেও রিচার্জ না করলে সিম বন্ধ করে দেওয়া হবে।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা, এবার থেকে ৬০ বছর পরেও মিলবে ভাতা
TRAI-এর নতুন নিয়ম কেন প্রয়োজনীয়?
বর্তমান সময়ে অনেক মানুষ একাধিক সিম কার্ড ব্যবহার করেন। বিশেষ করে দ্বিতীয় সিমটি অনেক সময় অন্য কাজের জন্য রাখা হয় এবং সেই সিমে রিচার্জ করা হয় না। TRAI-এর নতুন নিয়ম ব্যবহারকারীদের জন্য একটি বড় স্বস্তি এনেছে।
নতুন নিয়ম গ্রাহকদের জন্য যেরকম সুবিধজনক, তেমনি এটি সিম কার্ড ব্যবহারের নিয়মকে আরো সুষ্ঠু করে তুলেছে। তবে সিম নিষ্ক্রিয় হতে সময় মত রিচার্জ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।