নতুন বছরের শুরুতেই গরিব এবং মধ্যবিত্ত মানুষের পকেটে নতুন চাপ বাড়ল। রিচার্জ প্ল্যানের দাম আবার বাড়িয়ে দিয়েছে ভোডাফোন আইডিয়ার (VI) মত জনপ্রিয় টেলিকম সংস্থা। Jio এবং airtel এর পর এবার ভোডাফোনের এই মূল্যবৃদ্ধি গ্রাহকদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।
কি কি পরিবর্তন হয়েছে?
ভোডাফোন আইডিয়া তাদের সব থেকে কম দামের রিচার্জ প্ল্যানগুলির মধ্যে একটিতে মূল্যবৃদ্ধি করেছে। সেটি হল-
- ২২ টাকার প্ল্যান- আগে ২২ টাকায় একদিনের জন্য ১ GB অতিরিক্ত ডেটা পরিষেবা প্রদান করা হতো গ্রাহকদের। এখন এর দাম বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা। অর্থাৎ এই প্ল্যানটিতে ১ টাকা দাম বেড়েছে।
- ২৬ টাকার প্ল্যান- ভোডাফোন আইডিয়ার ২৬ টাকার প্ল্যানে একদিনের জন্য ১.৫ GB অতিরিক্ত ডাটা পাওয়া যায়। ২২ টাকার প্ল্যানের তুলনায় মাত্র ৩ টাকার পার্থক্যে এই ডাটা বুস্টার অনেক বেশি সুবিধাজনক হয়ে দাঁড়িয়েছে।
পূর্বে এই ২২ টাকার প্ল্যানের দাম ছিল ১৯ টাকা। ১৯ টাকা থেকে ২২ টাকা, এখন সেই প্ল্যানের দাম ২৩ টাকা হয়ে গেছে। এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি গ্রাহকদের পক্ষে খুবই অসুবিধাজনক হয়ে উঠেছে।
বড় প্ল্যানের সুবিধা কমছে
ভোডাফোন আইডিয়ার আরো দুটি জনপ্রিয় রিচার্জ প্ল্যানের সুবিধা কমে গেছে। সেগুলি হল-
- ২৮৯ টাকার প্ল্যান- আগে ৪৮ দিনের ভ্যালিডিটি থাকতো ২৮৯ টাকা প্ল্যানে। এখন সেই ভ্যালিডিটি কমিয়ে ৪০ দিন করে দেওয়া হয়েছে।
- ৪৬৯ টাকার প্ল্যান- ৪৬৯ টাকার প্ল্যানে ৫৬ দিনের ভ্যালিডিটি কমিয়ে এখন ৪৮ দিন করে দেওয়া হয়েছে। আগে এই প্ল্যানে দৈনিক ১ GB ডেটা পাওয়া যেত, এখন তা কমিয়ে ১ GB করা হয়েছে।
কেন এই মূল্যবৃদ্ধি?
বিশেষজ্ঞরা মনে করছেন, ভোডাফোন আইডিয়ার এই মূল্যবৃদ্ধি কোম্পানির একটি বাণিজ্যিক কৌশল। ২৩ টাকার প্ল্যানের মূল্যের বদলে ২৬ টাকার প্ল্যানকে আরো আকর্ষণীয় করার জন্য এই মূল্যবৃদ্ধি করা হয়েছে। এতে করে গ্রাহকরা সামান্য বেশি খরচ করলেই বেশি ডাটা পেতে উৎসাহিত হবেন। তাই ২৬ টাকা প্ল্যানটি রিচার্জ করবেন।
গ্রাহকদের প্রতিক্রিয়া
এই ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবার এবং গরীব পরিবারগুলি, যারা নূন্যতম রিচার্জ প্ল্যান ব্যবহার করেন তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হয়ে উঠেছে।
আরও পড়ুন: বছরের শুরুতেই পকেটে পড়বে বাড়তি চাপ, ১ লা ফেব্রুয়ারি থেকে টিভি রিচার্জের খরচ বেড়ে যাচ্ছে
অন্যান্য টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যান
Jio এবং airtel আগেই তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছিল। অনেকে কম খরচের কারণে BSNL এর দিকে ছুটছে। BSNL এখনো কম দামে বেশ কিছু আকর্ষণীয় প্ল্যান চালু করে রেখেছে, যা মধ্যবিত্তদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।
ভোডাফোনের এই মূল্যবৃত্তি যাদের গ্রাহক ধরে রাখার চেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে। তবে দাম বাড়লে গ্রাহকদের একাংশ অন্যান্য বিকল্পের দিকে ঝুঁকতে পারেন। এখন দেখার বিষয় এই মূল্যবৃদ্ধি ভোডাফোনের বাজার ধরে রাখতে কতটা সক্ষম হয়।