Jio গ্রাহকদের জন্য দারুন খবর, ২ বছরের জন্যে Youtube প্রিমিয়াম ফ্রিতে দিচ্ছে Jio

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার। এবার নির্দিষ্ট সময়ের জন্য ইউটিউব প্রিমিয়াম পরিষেবা একদম বিনামূল্যে পাওয়া যাবে। তবে এই অফারের জন্য বিশেষ কিছু শর্ত রয়েছে। 

কাদের জন্য এই অফার?

এই অফারটি শুধুমাত্র Jio Fiver এবং Jio Air Fiver গ্রাহকদের জন্যই প্রযোজ্য। যারা ৮৮৮ টাকা, ১১৯৯ টাকা, ১৪৯৯ টাকা, ২৪৯৯ টাকা এবং ৩৪৯৯ টাকার প্ল্যান ব্যবহার করেন তারা এই বিশেষ সুবিধা পাবেন। অন্য কোন প্লান রিচার্জ করলে এই অফার দেওয়া হবে না।

ইউটিউব প্রিমিয়ামের বিশেষত্ব 

ইউটিউব প্রিমিয়ামের মাধ্যমে গ্রাহকরা যে সুবিধাগুলি পাবেন সেগুলি হল-

  • Add free ভিডিও দেখার সুবিধা, 
  • অফলাইনে ভিডিও ডাউনলোড করার সুযোগ,
  • ব্যাকগ্রাউন্ড প্লে ফিচার,
  • Youtube মিউজিক প্রিমিয়াম সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।

কিভাবে অফারটি ব্যবহার করবেন?

এই অফারটি ব্যবহার করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে। 

  • প্রথমে MyJio অ্যাপ বা অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করুন। 
  • এরপর youtube premium ব্যানারে ক্লিক করুন।
  • আপনার ইউটিউব একাউন্ট দিয়ে লগইন করুন। 
  • লগইন করা হলে আপনি দু বছরের জন্য বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করতে পারবেন। 

অফারের মূল্য কত?

ইউটিউব প্রিমিয়ামের বর্তমান মাসিক প্ল্যানের দাম ১৬৯ টাকা এবং বার্ষিক প্ল্যানের দাম ১৪৯০ টাকা। অর্থাৎ দুই বছরের জন্য এই পরিষেবায় মোট খরচ হয় ২৯৮০ টাকা, যা জিও গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে এখন থেকে উপভোগ করতে পারবেন। 

রিলায়েন্স জিও এবং ইউটিউবের এই যৌথ উদ্যোগ গ্রাহকদের জন্য একটি বিশেষ সুযোগ। যারা Jio Fiver এবং Jio Air Fiver ব্যবহার করছেন তারা এই অফারের সুবিধাটি একদমই হাতছাড়া করবেন না। এখনই প্ল্যানটি রিচার্জ করুন এবং বিজ্ঞাপন মুক্ত ভিডিওর সঙ্গে আরো অনেক এক্সক্লুসিভ ফিচার উপভোগ করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment