সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর অধিকাংশ মানুষই তাদের দৈনন্দিন জীবনের খরচ চালানোর জন্য পেনশনের উপর নির্ভরশীল থাকেন। বর্তমান ন্যূনতম পেনশন যে অনেকটাই কম, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।
এবার কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি ন্যূনতম পেনশন বাড়ানোর দাবি তুলেছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) আওতায় থাকা পেনশন প্রকল্পের অধীনে এবার থেকে ন্যূনতম পেনশন ৯০০০ টাকায় বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে।
বর্তমানে ন্যূনতম পেনশন এবং দাবির বিষয়বস্তু
বর্তমান সময়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) অধীনে ন্যূনতম মাসিক পেনশন মাত্র ১০০০ টাকা। দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনগুলি এই টাকা বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছিল। এবার তারা সোজা ১০০০ টাকা থেকে ৯০০০ টাকা পেনশন করার প্রস্তাব পেশ করেছে।
বৈঠকের বিবরণ
সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে শ্রমিক সংগঠনগুলির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে পেনশন বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের দাবিও জানানো হয়।
সংশ্লিষ্ট বৈঠকের পর ভারতীয় মজদুর সঙ্ঘের (RSS-এর শ্রমিক সংগঠন) পক্ষ থেকে সংগঠন উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক পবন কুমার বলেন, “প্রথমে নূন্যতম পেনশন বৃদ্ধি করা হোক। এরপর সেটির সঙ্গে পরিবর্তনশীল মহার্ঘ ভাতা যুক্ত করা প্রয়োজন। তাহলেই শ্রমিকরা বা কর্মীরা উপকৃত হবেন।”
অন্যদিকে সিটুর সাধারণ সম্পাদক তপন সেন বলেছেন, “অর্থমন্ত্রীকে আমরা প্রতি বছর বিভিন্ন দাবিদাওয়া জানাই। কিন্তু কোনরকম পদক্ষেপ গ্রহণ করা হয় না। আমরা কেবল সৌজন্যের খাতিরে বৈঠকে যোগ দিই।”
মূল্যবৃদ্ধির সঙ্গে পেনশন বৃদ্ধির প্রয়োজনীয়তা
বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাজারের এই মূল্যবৃদ্ধির ফলে মধ্যবিত্ত এবং বেসরকারি খাতে কর্মরত কর্মীরা ক্রমশ আর্থিক সংকটের মুখে পড়ছেন। শ্রমিক সংগঠনগুলির মতে বর্তমানে ১০০০ টাকার পেনশন মাসিক খরজের জন্য কোনরকম ভাবেই পর্যাপ্ত করা যায় না।
কেন প্রয়োজন ৯০০০ টাকা ন্যূনতম পেনশন?
মূল্যবৃদ্ধির চাপ- নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় অবসরপ্রাপ্ত কর্মীদের জীবনযাত্রার মান বজায় রাখা এখন কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে।
বেসরকারি কর্মীদের অসুবিধা- সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা সহ বিভিন্ন রকম সুবিধা পেলেও বেসরকারি খাতের কর্মীরা এই সুযোগ থেকে বঞ্চিত হন।
স্বনির্ভরতা বৃদ্ধির প্রয়োজন- অবসরপ্রাপ্ত কর্মীদের আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করতে গেলে এই পেনশন বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন।
আরও পড়ুন: ব্যাংক আপনার সমস্যা সমাধানে দেরি করলে এবার থেকে অ্যাকাউন্টে ঢুকবে প্রতিদিন ১০০ টাকা
সরকারের ভূমিকা
পেনশন বৃদ্ধির এই দাবি নিয়ে কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নেয় তা এখনো স্পষ্ট নয়। তবে আশা করা যাচ্ছে কেন্দ্রীয় বাজেটে ন্যূনতম পেনশন বৃদ্ধির প্রস্তাব অন্তর্ভুক্ত করা হতে পারে। শ্রমিক সংগঠনগুলির দাবি মেনে নিলে এটি দেশের অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একটি দারুন সুখবর হতে চলেছে।