২ টি রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি বদলে দিও Jio, নেওয়ার আগে অবশ্যই জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Reliance Jio, যার গ্রাহক সংখ্যা ৪৯০ মিলিয়নেরও বেশি, সম্প্রতি তাদের দুটি সস্তার রিচার্জ প্ল্যানের বৈধতায় বড়সড় পরিবর্তন এনেছে। ১৯ টাকা এবং ২৯ টাকার এই প্ল্যানদুটির বৈধতা কমানো হয়েছে। আগে যেমন রিচার্জ প্ল্যানগুলোর বৈধতা গ্রাহকের বেস প্ল্যানের সঙ্গে মিলে যেত, এখন সেগুলোর সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হয়েছে। 

১৯ টাকার প্ল্যানে কি পরিবর্তন? 

জিওর ১৯ টাকার এই প্ল্যানটি একটি ডাটা ভাউচার হিসেবে কার্যকর ছিল। আগে এই প্ল্যানের বৈধতা বেস প্ল্যানের সমান ছিল। অর্থাৎ, যদি আপনার বেস প্ল্যানের মেয়াদ ৮৪ দিন হয় তবে ১৯ টাকার রিচার্জেও সেই একই পরিমাণে মেয়াদ দেওয়া হত। 

তবে এখন জিও এই প্ল্যানের বৈধতাকে পরিবর্তন করেছে। ১৯ টাকার ডেটা ভাউচারের বৈধতা এখন থাকবে মাত্র ১ দিন। এই প্ল্যানে গ্রাহকরা আগের মতই ১ GB ডাটা পাবেন। তবে এটি ১ দিনই ব্যবহার করতে পারবেন।

২৯ টাকার প্ল্যানে কি পরিবর্তন?

২৯ টাকার রিচার্জ প্ল্যানটিও একটি ডেটা ভাউচার। এই প্ল্যানে গ্রাহকরা ২ GB ডাটা পান। আগে এর বৈধতাও বেস প্ল্যানের সঙ্গে দেওয়া হত। কিন্তু এখন এই প্ল্যানের বৈধতা কমিয়ে দেওয়া হয়েছে। 

২৯ টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা এখন মাত্র ২ দিন। অর্থাৎ, এই ২ দিনের মধ্যেই ডেটা ব্যবহার করতে হবে, না হলে ডেটা কেটে নেওয়া হবে। 

কেন এই পরিবর্তন?

জিওর এই পরিবর্তন গ্রাহকদের জন্য কিছু বিকল্প আনতে পারে। একদিকে সস্তার প্ল্যানগুলো ছোট মেয়াদের ব্যবহারের জন্য আদর্শ হতে পারে। অন্যদিকে অনেকেই এই পরিবর্তনে অসন্তোষ প্রকাশ করতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: ২০২৪ সালে ভারতীয়রা গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করলেন? একনজরে দেখে নিন তালিকা

গ্রাহকদের জন্য বার্তা

যারা নিয়মিত জিওর এই ১৯ টাকা এবং ২৯ টাকার রিচার্জ প্ল্যানদুটি ব্যবহার করেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। প্ল্যান দুটি রিচার্জ করার আগে অবশ্যই এর বৈধতা এবং শর্তগুলি ভালো করে যাচাই করুন। 

ডেটা ভাউচারগুলি এখন আর বেস প্ল্যানের মেয়াদের সঙ্গে সংযুক্ত নয়। তাই আপনার প্রয়োজন অনুযায়ী রিচার্জ করার সময় এই বিষয়টি মাথায় রাখুন।

Leave a Comment