১৪ ডিসেম্বর লাস্ট ডেট ছিল! আবারো আধার কার্ডের এই কাজের জন্য তারিখ বাড়ালো সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বছর শেষের আগেই আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা করলো UIDAI। বিনামূল্যে অনলাইনে আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে ২০২৫ সালের ১৪ জুন পর্যন্ত। এর আগে এই পরিষেবা বিনামূল্যে পাওয়ার শেষ তারিখ ছিল ২০২৪ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত। 

UIDAI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সময়সীমার মধ্যে শুধুমাত্র ‘MyAadhaar’ পোর্টাল ব্যবহার করে গ্রাহকরা বিনামূল্যে তাদের আধার আপডেট করতে পারবেন।

UIDAI-এর ঘোষণা 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে একটি পোস্ট করে UIDAI সম্প্রতি জানিয়েছে, বিনামূল্যে ডকুমেন্ট আপলোড করার সুবিধা ২০২৫ সালের ১৪ জুন পর্যন্ত বাড়ানো হল। লক্ষ লক্ষ আধার কার্ড হোল্ডার এই সুবিধা থেকে এবার উপকৃত হবেন। 

UIDAI আধার কার্ড আপডেট করার জন্য বিশেষ করে তাদেরই পরামর্শ দিয়েছে যারা ১০ বছর বা তার আগে আধার কার্ড করিয়েছেন, কিন্তু এখনো কোনো রকম আপডেট করেননি। যদিও এই আপডেট বাধ্যতামূলক নয়, তবুও নতুন নথি আপডেট করার মাধ্যমে গ্রাহকরা আধার কার্ডের যাবতীয় কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে পারবেন।

কেন প্রয়োজন আধার আপডেট?

UIDAI-এর ২০১৬ সালের এনরোলমেন্ট এবং আপডেট রেগুলেশনের নিয়ম অনুযায়ী একজন আধার কার্ড হোল্ডার তার পরিচয় এবং ঠিকানা সংক্রান্ত তথ্য আধার নাম্বার জেনারেশনের ১০ বছর পর একবার আপডেট করতে পারেন। এই পদ্ধতি গ্রাহকদের তথ্য সঠিক এবং সুরক্ষিত রাখতে সাহায্য করে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কীভাবে অনলাইনে ঠিকানা আপডেট করবেন?

অনলাইনে আধার কার্ডের ঠিকানা আপডেট করতে হলে আপনি নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারেন-

  1. সর্ব প্রথম UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘MyAadhaar’ পোর্টালে যান।
  2. এরপর নিজের আধার নাম্বার এবং OTP দিয়ে লগইন করুন।
  3. এরপর নিজের নাম, লিঙ্গ, জন্ম তারিখ এবং ঠিকানা যাচাই করুন। 
  4. ‘Update Address’-এ ক্লিক করুন এবং ‘Update Aadhaar Online’ অপশনটি নির্বাচন করুন।
  5. এরপর ঠিকানার প্রমাণপত্রের স্ক্যান করা কপি আপলোড করুন।
  6. সময়সীমার পরে আপডেট করলে ৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে সময়সীমার মধ্যে বিনামূল্যে আপডেট করা যাবে। 
  7. আপডেটের পর একটি SRN (Service Request Number) জেনারেট হবে। এটি সংরক্ষণ করে রাখুন কারণ। এটি দিয়ে আপনি আপডেটের স্ট্যাটাস চেক করতে পারবেন। 

অনলাইন সুবিধা কি অফলাইনে প্রযোজ্য?

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, ২০২৫ সালের ১৪ জুনের পর যারা অফলাইনে আধার কার্ড আপডেট করতে চান তাদের নির্ধারিত আবেদন ফি প্রদান করতে হবে। তবে অনলাইনে আপডেট করতে হলে সময়সীমা পর্যন্ত কোনো রকম ফি লাগবে না।

আরও পড়ুন: ঘরের টাকা পেতে কীভাবে আবেদন করতে হবে? এইসব কাগজপত্র থাকলেই হবে

UIDAI-এর এই পদক্ষেপ আধার কার্ড হোল্ডারদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিশেষ করে যারা এখনো আধার কার্ড আপডেট করেননি, তাদের এই সময়সীমার মধ্যে বিনামূল্যে তথ্য আপডেট করার সুযোগ কাজে লাগানো উচিত। আধার কার্ডের নিরাপত্তা বজায় রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Comment