পশ্চিমবঙ্গ সরকারের বড় ঘোষণা, জানুয়ারিতেই স্কুল ইউনিফর্ম পাবে প্রত্যেক ছাত্রছাত্রী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবার বড় পদক্ষেপ নেওয়া হল। জানুয়ারি মাস থেকে সরকারি স্কুলগুলোতে নতুন স্কুল ইউনিফর্ম বিতরণ করা হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের চিফ সেক্রেটারি মনোজ পন্ত। 

এতদিন পর্যন্ত প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম সরবরাহে কিছুটা বিলম্ব আসছিল, কিন্তু নতুন বছরের শুরুতেই নির্ধারিত সময়ে সেই ইউনিফর্ম পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

ইউনিফর্ম বিতরণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 

সম্প্রতি স্কুল শিক্ষা দপ্তর, স্বনির্ভর গোষ্ঠী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থার সঙ্গে বৈঠকে বসেন চিপ সেক্রেটারি মনোজ পন্ত। সেই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এবার থেকে স্কুল ইউনিফর্ম নির্দিষ্ট সময়ের মধ্যেই সরবরাহ করতে হবে। প্রথম থেকে অষ্টম শ্রেণীর প্রায় ১.১৫ কোটি ছাত্রছাত্রী প্রতিবছর দুটি করে ইউনিফর্ম পাবে। 

স্কুল ইউনিফর্মের সমস্যা ও সমাধান 

সরকারি নিয়ম অনুযায়ী প্রতিবছর মার্চ থেকে এপ্রিল মাসে প্রথম সেট ইউনিফর্ম সরবরাহ করা হয়। তবে দ্বিতীয় সেট নির্ধারিত সময় অর্থাৎ ডিসেম্বরের মধ্যে অনেক স্কুলে পৌঁছায় না। এই বিলম্বের কারণে শিক্ষার্থীদের অনেকটাই সমস্যা হয়। 

এই প্রসঙ্গে এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানিয়েছেন, এবার থেকে দ্বিতীয় সেটের ইউনিফর্ম জানুয়ারি মাসের মধ্যেই সমস্ত সরকারি স্কুলে পৌঁছে দেওয়া হবে।

রাজ্যের উপরে নির্ভরতা 

আগে পশ্চিমবঙ্গ সরকার ইউনিফর্ম তৈরির জন্য গুজরাট ও অন্যান্য রাজ্যের উপর নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমানে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) সংস্থা এই স্কুল ইউনিফর্ম তৈরির সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইউনিফর্মের নকশা ও উৎপাদন 

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির (NIFT) তরফে ইতিমধ্যেই স্কুল ড্রেসের নকশা গ্রহণ করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা (MSME) জানুয়ারি মাসের মধ্যেই প্রথম সেট ইউনিফর্ম সরবরাহ শুরু করে দেবে। 

আরও পড়ুনঃ আগামীকাল থেকেই বন্ধ আলু সরবরাহ! রাজ্য জুড়ে শুরু হতে চলেছে ভয়াবহ সংকট

প্রশাসনের নির্দেশ 

মুখ্য সচিব প্রভাত মিশ্র এবং শিক্ষা সচিব বিনোদ কুমার সম্প্রতি একটি বৈঠকে জানিয়েছেন, নভেম্বরের মধ্যেই বাকি থাকা ইউনিফর্ম স্কুলে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়েছে। 

সরকারের এই সিদ্ধান্তে আগামী বছরের শুরুতেই ছাত্র-ছাত্রীরা সময় মতো ইউনিফর্ম পাবে, যার ফলে শিক্ষার্থীদের ইউনিফর্মের আর কোনো রকম অভাব থাকবে না। নতুন বছরের শুরুতে এই উদ্যোগ অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য বেশ খুশির খবর।

Leave a Comment