নতুন বছরের শুরুতেই ভারতের টেলিকম সেক্টরে বড় পরিবর্তন আসতে চলেছে। সরকারের পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে নতুন একাধিক নিয়ম যা Jio, Airtel, Vi এবং BSNL সহ সমস্ত টেলিকম পরিষেবা সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এই নিয়মগুলোর মূল উদ্দেশ্য গ্রাহকদের আরো উন্নত পরিষেবা প্রদান করা এবং টেলিকম পরিষেবাকে আরো সহজতর করা। নতুন নিয়মগুলিকে Right of Way (ROW) বলা হচ্ছে, যা ২০২৫ সালের ১ লা জানুয়ারি থেকে কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে।
কি এই Right of Way (ROW)?
Right of Way (ROW)-এর মাধ্যমে টেলিকম কোম্পানিগুলো আরো সহজে টাওয়ার স্থাপন করতে পারবে এবং ফাইবার অপটিক কেবল স্থাপনের জন্য সরকারি অনুমতি পাবে। দীর্ঘ সময় এই প্রক্রিয়া চালু না হওয়ায় এবং সময়সাপেক্ষ হওয়ায় গ্রাহকরা উন্নত নেটওয়ার্ক পরিষেবা থেকে এতদিন বঞ্চিত হতেন।
নতুন নিয়মের ফলে টেলিকম কোম্পানিগুলি কম সময়ে আরো দ্রুত নেটওয়ার্ক এবং অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করে গ্রাহকদের পরিষেবা দিতে পারবে।
নতুন নিয়মের সুবিধা গুলি কি কি?
এই নতুন নিয়মে যে সমস্ত সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল-
উন্নত নেটওয়ার্ক পরিষেবা
নতুন নিয়ম কার্যকর হলে টেলিকম কোম্পানিগুলি দ্রুত টাওয়ার স্থাপন করতে সক্ষম হবে। এর ফলে গ্রাহকদের নেটওয়ার্ক সংযোগ আরো শক্তিশালী হবে। বেশিরভাগ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না সেখানে এখন থেকে উন্নত মানের নেটওয়ার্ক চলবে।
5G পরিষেবার দ্রুত সম্প্রসারণ
5G পরিষেবার চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। নতুন নিয়মে টেলিকম সংস্থাগুলি দ্রুত 5G প্রযুক্তি স্থাপন করতে সক্ষম হবে। ফলে গ্রাহকরা উচ্চগতির ইন্টারনেট পরিষেবা পাবে এবং সমস্ত অঞ্চলে 5G পরিষেবা প্রদান করা সম্ভব হবে।
BSNL-এর উন্নয়ন
BSNL ইতিমধ্যেই তার নেটওয়ার্ক আপগ্রেডের কাজ শুরু করে দিয়েছে। নতুন নিয়মের ফলে সেই প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। ফলে এবার থেকে BSNL গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে উচ্চগতির নেটওয়ার্ক পরিষেবা উপভোগ করতে পারবে।
ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন
Right of Way (ROW) নিয়ম যদি কার্যকর হয় তাহলে অপটিক্যাল ফাইবার সমস্ত দেশের কোনায় কোনায় পৌঁছানো সম্ভব হবে। এর ফলে শুধু টেলিকম সেক্টর নয়, দেশের ডিজিটাল পরিকাঠামো আরো উন্নত হবে।
নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ
টেলিকম বিভাগের সচিব নিরাজ মন্ডল জানিয়েছেন নতুন Right of Way (ROW) নিয়ম কার্যকর করার জন্য ইতিমধ্যেই সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ পাঠানো হয়েছে। টেলিকম এবং ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলিকে সাহায্য করার জন্য রাজ্যগুলোর অনুমতি প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ করা হয়েছে। আশা করা যাচ্ছে ২০২৫ সালের ১ লা জানুয়ারি থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে।
গ্রাহকদের জন্য কি অর্থ বহন করবে এই পরিবর্তন?
নতুন Right of Way (ROW) নিয়ম কার্যকর হওয়ার ফলে টেলিকম পরিষেবা এখন আরও সাশ্রয়ী এবং সহজলভ্য হবে। প্রত্যন্ত অঞ্চলগুলিতে যেখানে দ্রুত ইন্টারনেট পাওয়া যেত না, সেখানে এখন দ্রুত ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। Jio, Airtel, Vi এবং BSNL গ্রাহকরা এর ফলে উন্নত মানের নেটওয়ার্ক এবং দ্রুতগতির ইন্টারনেট উপভোগ করতে পারবে।
২০২৫ সালের ১ লা জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মগুলি শুধুমাত্র টেলিকম সংস্থাগুলির জন্য নয়, গ্রাহকদের জীবনযাত্রার মানকেও আরো উন্নত করবে। প্রযুক্তির উন্নয়নের এই পদক্ষেপ দেশের ডিজিটাল জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে।