ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে ভারতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ী ইলন মাস্কের (Elon Musk) স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা Starlink খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে। এই পরিষেবা চালু হলে রিলায়েন্স Jio, Airtel এবং ভোডাফোন আইডিয়ার মত টেলিকম কোম্পানিগুলি কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হবে।
Starlink পরিষেবা মূলত প্রত্যন্ত অঞ্চলের জন্য পরিকল্পিত হলেও এর দাম সাধারণ গ্রাহকদের কাছে কিভাবে গ্রহণযোগ্য হবে সেটাই এখন আলোচনার মূল বিষয়। আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন Starlink পরিষেবার আনুমানিক খরচের সাথে Jio, Airtel টেলিকম সংস্থাগুলির আনুমানিক খরচের তুলনা।
ভারতের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার বর্তমান অবস্থা
ভারতের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর প্রস্তুতি চলছে পুরো দমে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থাগুলি ইতিমধ্যেই পরিষেবা শুরুর জন্য প্রয়োজনীয় স্পেকট্রাম বরাদ্দের কাজ শুরু করে দিয়েছে। জিও ও এয়ারটেল স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য সবুজ সংকেত পেয়েছে।
তবে ইলন মাস্কের (Elon Musk) Starlink ও অ্যামাজনের Kuiper Project এখনো সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। Starlink কর্তৃপক্ষ জানিয়েছে তারা ভারত সরকারের শর্ত পূরণে পুরোপুরি প্রস্তুত এবং এই পরিসেবা চালু করার জন্য অপেক্ষা করছে।
Starlink পরিষেবার আনুমানিক খরচ
Starlink পরিষেবার এখনো আনুষ্ঠানিক খরচ নির্ধারণ করা হয়নি। তবে এক প্রাক্তন কর্মকর্তার মতে এর দাম হবে প্রথম বছর ১ লক্ষ ৫৮ হাজার টাকা, যার মধ্যে স্যাটেলাইট রিসিভার কেনার খরচ থাকবে এবং দ্বিতীয় বছর থেকে প্রতিবছরে ১ লক্ষ ১৫ হাজার টাকা।
তবে এর সঙ্গে ৩০% কর যুক্ত হতে পারে, যা খরচ আরো বাড়িয়ে তুলবে। তবে গ্রাহকদের জন্য সুখবর যে, Starlink এক মাসের জন্য বিনামূল্যে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।
জিও ও এয়ারটেলের পরিষেবার খরচ
জিও ও এয়ারটেল এখনো তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার দাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে টেলিকম বিশেষজ্ঞদের মতে এই দুই সংস্থা সাশ্রয়ী মূল্য পরিষেবা দিতে পারে। ইতিমধ্যেই সারা দেশে অপটিক্যাল ফাইবার এবং এয়ার ফাইবার পরিষেবা চালিয়ে যাচ্ছে এই টেলিকম সংস্থাগুলি। তাদের এই কাঠামো এবং বড় পরিসরের কারণে গ্রাহকদের জন্য কম খরচে পরিষেবা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
Starlink বনাম জিও ও এয়ারটেলের প্রতিযোগিতা
Starlink পরিষেবার মূল লক্ষ্য হলো প্রত্যন্ত অঞ্চলে দ্রুত ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া। কিন্তু জিও ও এয়ারটেলের মূল উদ্দেশ্য সাশ্রয়ী মূল্যের মোবাইল নেটওয়ার্ক ও ফাইবার পরিষেবা প্রদান করা। তবে Starlink-এর খরচ তুলনামূলকভাবে বেশি হলেও এর প্রযুক্তিগত অগ্রগতি ও বৈচিত্র এটিকে আরো চরম শীর্ষে নিয়ে যেতে পারে আশা করা যায়।
আরও পড়ুন: ৩০ নভেম্বরের মধ্যে সব ভবনে বসবে এই স্মার্ট মিটার, বিরাট উদ্যোগ সরকারের
ভারতের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার আগমন হলে ইন্টারনেট জগতে বড় পরিবর্তন আসতে চলেছে। ইলন মাস্কের Starlink পরিষেবার দাম জিও এবং এয়ারটেলের তুলনায় বেশি হতে পারে। তবে এটি প্রত্যন্ত অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটাই আশা করা যায়।