পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মবন্ধুদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করল। রাজ্যের অধীনে অস্থায়ী পদে কর্মরত কর্মীদের জন্য এবার বড় সুখবর। রাজ্যের সরকারি কর্মীরা বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির দাবি করে আসছিলেন। কিন্তু রাজ্য সরকার সেই দাবি এখনো পূরণ করেননি।
তবে অস্থায়ী পদে কর্মরত কর্মবন্ধুদের জন্য রাজ্য সরকার সম্প্রতি বেতন বৃদ্ধির ঘোষণা করেছে। এই ঘোষণা তাদের অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়েছে এবং তাদের জীবন কিছুটা আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবে এটাই আশা করা যায়।
নতুন বেতন কাঠামো
গত বৃহস্পতিবার নবান্নের অর্থ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, কর্মবন্ধুদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এখন থেকে এই কর্মীরা প্রতিমাসে ৫০০০ টাকা বেতন পাবেন, যা আগের ২০০০ টাকা থেকে সরাসরি ৩০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই নতুন বেতন কাঠামো গত ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে।
কর্মবন্ধুদের কাজ এবং দায়িত্ব
কর্মবন্ধুরা সাধারণত সরকারি দপ্তরের সাফাই কাজ ও রাতে প্রহরী হিসেবে সহায়তমূলক কাজ করে থাকেন। ২০১৮ সালে এই পদ তৈরি হওয়ার সময় তাদের বেতন নির্ধারণ করা হয়েছিল মাসিক মাত্র ২০০০ টাকা। দীর্ঘ ছয় বছর পর অবশেষে তাদের বেতন বৃদ্ধি পেল। তবে নতুন বেতনের সাথে অন্য কোন ভাতার ব্যবস্থা এই মুহূর্তে যুক্ত করা নেই।
তৃণমূল কর্মচারী ফেডারেশনের প্রতিক্রিয়া
রাজ্য সরকারের তরফ থেকে বেতন বৃদ্ধির এই সিদ্ধান্তে খুশি সমস্ত কর্মচারীরা। তৃণমূল কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়ক বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কর্মবন্ধুদের বেতন বৃদ্ধির জন্য দাবি জানিয়ে আসছিলাম। এই বেতন বৃদ্ধি কর্মবন্ধুদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।”
আরও পড়ুন: ৩০ নভেম্বরের মধ্যে সব ভবনে বসবে এই স্মার্ট মিটার, বিরাট উদ্যোগ সরকারের
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে কর্মবন্ধুদের জন্য। এই বেতন বৃদ্ধির ফলে তাদের জীবন আর্থিকভাবে অনেকটাই সচ্ছল হয়ে উঠবে এটাই আশা করা যায়।