রেশন কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চাল, গম, আটা ইত্যাদি পেয়ে থাকেন। তবে সম্প্রতি কেন্দ্রীয় সরকার রেশন কার্ডে খাদ্যশস্য বিতরণের কিছু পরিবর্তন আনতে চলেছে। নতুন নিয়মে চাল-গমের প্রাপ্তি নিয়ে কিছু পরিবর্তন আসতে পারে। আজকের প্রতিবেদনে জেনে নিন কি কি পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের উপর কিভাবে পরিবর্তনগুলি প্রভাব ফেলবে।
নতুন নিয়মে কি কি পরিবর্তন?
১ লা নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। এখন থেকে সাধারণ রেশন কার্ডধারীরা আগের মত ৩ কেজি চাল এবং ২ কেজি গমের বদলে ২.৫ কেজি চাল এবং ২.৫ কেজি গম পাবেন। অর্থাৎ, চালের পরিমাণ কিছুটা কমানো হয়েছে এবং গমের পরিমাণ বাড়ানো হয়েছে। এই পরিবর্তন খাদ্যশস্যের প্রাপ্তির ক্ষেত্রে ভারসাম্য আনবে বলে আশা করা যাচ্ছে।
অন্ত্যোদয় কার্ডধারীদের জন্য নতুন সুবিধা
যে সমস্ত গ্রাহকদের অন্ত্যোদয় কার্ড রয়েছে তারা সাধারণত ৩৫ কেজি খাদ্যশস্য পেয়ে থাকেন। তবে নতুন নিয়মে এখন থেকে তারা ১৮ কেজি চাল এবং ১৭ কেজি কম পাবেন। এতে চাল ও গমের মধ্যে সমতা বজায় রাখার চেষ্টা করা হয়েছে। এই পরিবর্তনও ১ লা নভেম্বর থেকে কার্যকর হয়েছে।
ই-কেওয়াইসি বাধ্যতামূলক
রেশন কার্ড সক্রিয় রাখতে কেন্দ্রীয় সরকার সকল উপভোক্তাকে ই-কেওয়াইসি সম্পন্ন করার নির্দেশ জারি করেছে। যদিও প্রথমে ই-কেওয়াইসির শেষ তারিখ ছিল ১ লা সেপ্টেম্বর। কিন্তু পরে সেই মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। তাই যাদের এখনো ই-কেওয়াইসি সম্পন্ন হয়নি তাঁদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করে নিতে হবে। ই-কেওয়াইসি না করা থাকলে রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে।
এই পরিবর্তনের উদ্দেশ্য কি?
কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো উপভোক্তাদের মধ্যে খাদ্যশস্যের প্রাপ্যতায় ভারসাম্য আনা এবং খাদ্য বিতরণ ব্যবস্থাকে আরও কার্যকর করা। এতে চাল এবং গমের পরিমাণে সামঞ্জস্য আসবে। রেশন কার্ডের মাধ্যমে যারা খাদ্য সুবিধা পান তাদের চাল-গমের প্রাপ্তিতে সামঞ্জস্য আনতে এই বড় পরিবর্তন আনা হয়েছে।
আরও পড়ুন: স্বাস্থ্য সাথী কার্ডে নতুন নিয়ম, এই কার্ড থাকলে বিরাট সুখবর আপনার জন্য
সাধারণ মানুষের উপর প্রভাব
এই নতুন নিয়মে যারা চাল-গমের সংমিশ্রণে খাদ্য পরিকল্পনা করেন তাদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। তবে গমের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পরিবারগুলির খাদ্য সরবরাহে কিছু ইতিবাচক প্রভাব পড়তে পারে।