বিনামূল্যে আর স্কুল ড্রেস পাওয়া যাবে না? স্কুল শিক্ষা দপ্তরের জরুরি নির্দেশ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য দুর্দান্ত সুখবর। রাজ্য সরকার এবার স্কুল ইউনিফর্ম নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে। এবার থেকে বিনামূল্যে স্কুল ড্রেস সরবরাহের প্রক্রিয়া আরো কার্যকর হতে চলেছে।

রাজ্যের প্রত্যেকটি স্কুলে এই নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে স্কুল শিক্ষা দপ্তর। বিশেষ করে ইউনিফর্মের মান নিয়ে যাতে কোন প্রশ্ন না ওঠে সেই জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর। 

রাজ্যের স্কুলে একই রকম ইউনিফর্ম বাধ্যতামূলক 

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি স্কুলে একই ধরনের ইউনিফর্ম চালু করার নির্দেশ জারি করা হয়েছে। কয়েক বছর আগেই এই নিয়ম চালু করা হয়েছিল, যাতে রাজ্যের সকল স্কুলের ছাত্রছাত্রীরা একসঙ্গে একইরকম ইউনিফর্ম পরিধান করতে পারে।

ইউনিফর্মের গুণগত মান নিয়ে কিছু অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে অভিযোগ দেখা যায়। তাই সরকার এটিকে আরো উন্নত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

প্রধান শিক্ষকদের জন্য জরুরী নির্দেশিকা 

সম্প্রতি রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ পাঠানো হয়েছে, যাতে দ্রুত ছাত্র-ছাত্রীদের নামের তালিকা প্রস্তুত করে শিক্ষা দপ্তরে জমা দেয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই তালিকায় প্রতিটি ক্লাসে কতজন ছাত্রছাত্রী রয়েছে, তাদের সঠিক পরিসংখ্যান এবং ড্রেসের পরিমাপ সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে। এর মাধ্যমে সরকার সহজেই জানতে পারবে কতগুলি ইউনিফর্ম তৈরি করা দরকার এবং কোন সাইজের ইউনিফর্ম দরকার। এর ফলে দ্রুততার সঙ্গে ইউনিফর্মগুলি ডেলিভারি করা সম্ভব হবে। 

ইউনিফর্ম সরবরাহে স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা 

রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে ইউনিফর্ম তৈরি করার নির্দেশ জারি করা হয়েছে। এর ফলে যেমন ইউনিফর্মের প্রয়োজনীয়তা মেটানোর সহজ হচ্ছে, তেমনই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও আর্থিকভাবে অনেকটাই উপকৃত হচ্ছেন। যদি দ্রুত তথ্য প্রদান না করা হয় তবে ইউনিফর্মের সরবরাহ ব্যাহত হতে পারে বলে সতর্ক করছে রাজ্যের শিক্ষা দপ্তর। 

আরও পড়ুন: LIC কন্যাদান পলিসি: মাত্র ১২১/- টাকা প্রতিদিন বিনিয়োগে কন্যার ভবিষ্যৎ গড়ুন, এককালীন মিলবে ২৭ লাখ টাকা

ইউনিফর্ম না পেলে কি করবেন? 

যদি কোন ছাত্র-ছাত্রী এখনো বিনামূল্যে স্কুলের ইউনিফর্ম না পেয়ে থাকে, তাহলে দ্রুত স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরে তরফ থেকে। সঠিক তালিকা পৌঁছে গেলে রাজ্য সরকার নিশ্চিত করবে, যেন সকল ছাত্র-ছাত্রী ইউনিফর্ম পায়।

নতুন শিক্ষাবর্ষের শুরুতেই ইউনিফর্ম সরবরাহ এবং গুণগত মান নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে যেন আর কোন অভিযোগ না থাকে, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হয়েছে।

Leave a Comment