বর্তমান সময়ে ভারতে UPI পরিষেবার মাধ্যমে প্রতিদিন হাজার হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে, যা নগদ অর্থের প্রয়োজনীয়তা অনেকাংশেই কমিয়ে দিয়েছে। এই পরিষেবার মাধ্যমে লেনদেনের পদ্ধতি এখন অনেকটাই সহজ ও নিরাপদ হয়ে উঠেছে।
তবে এই নভেম্বর মাসে HDFC ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে একটি সতর্কবার্তা। প্রয়োজনীয় সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য নভেম্বর মাসের ২ দিন UPI পরিষেবা বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে HDFC ব্যাংক কর্তৃপক্ষ।
কবে, কখন বন্ধ থাকবে UPI পরিষেবা?
HDFC ব্যাংকের তরফে সম্প্রতি জানানো হয়েছে ৫ই নভেম্বর রাত ১২ টা থেকে রাত ২ টো পর্যন্ত এবং ২৩ শে নভেম্বর রাত ১২ টা থেকে রাত ৩ টে পর্যন্ত তাদের UPI পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এই সময়কালে কোন অর্থ প্রদান, গ্রহণ বা কোন ধরনের UPI লেনদেন সম্ভব হবে না। তাই যাদের ওই সময়ের মধ্যে UPI পরিষেবা খুবই দরকার তারা আগে ভাগে কাজ সেরে রাখবেন।
কি কি পরিষেবা প্রভাবিত হবে?
এই দুইদিন নির্দিষ্ট সময়ে HDFC ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সমস্ত UPI লেনদেন পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ, HDFC Bank Mobile App, Paytm, Phonepe, Google Pay সহ সমস্ত UPI অ্যাপের মাধ্যমে একাউন্ট থেকে কোন লেনদেন প্রক্রিয়া চালানো যাবে না।
এমনকি বিভিন্ন দোকানে যারা HDFC ব্যাংকের UPI পরিষেবার মাধ্যমে অর্থ গ্রহণ করে থাকেন তারাও এই সময়কালে লেনদেন প্রক্রিয়া চালাতে পারবেন না।
আরও পড়ুন: জমি নেই? বাংলার ভূমিহীনদের জন্যে জমি দিয়ে বাড়ি বানিয়ে দেবে সরকার! মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা
গ্রাহকদের জন্য নির্দেশনা
যারা নিয়মিত HDFC ব্যাংকের UPI পরিষেবা ব্যবহার করে থাকেন তাদের জন্য এই সর্তকতা খুবই গুরুত্বপূর্ণ। HDFC ব্যাংকের পক্ষ থেকে আগাম পরিকল্পনা করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ওই সময়কালে লেনদেনের কোনোরকম সমস্যা বা অসুবিধার মুখে পড়তে না হয়।
এইচডিএফসি ব্যাংক এর পক্ষ থেকে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য অনেক আগে থেকেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই রক্ষণাবেক্ষণের পরবর্তী সময়ে আরো উন্নতি পরিষেবা নিশ্চিত করবে বলে ব্যাংকের তরফে জানানো হয়েছে।