ডিসেম্বর মাস থেকেই কৃষকদের জন্যে দারুন সুখবর, কৃষক বন্ধু প্রকল্পে দ্বিগুণ অর্থ ও MSP বৃদ্ধি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দীপাবলীর পরই দেশের কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এসেছে এক বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় ডিসেম্বর মাস থেকে দ্বিগুণ অর্থ প্রদান করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার

সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রবি ফসলের ন্যূনতম সমর্থন মূল্য বা MSP বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা দেশের লক্ষাধিক কৃষকের আয়ের আরো সুযোগ করে দেবে। 

রবি ফসলের MSP বৃদ্ধি 

বছরের মধ্যে রবি মরশুমে সাধারণত গম, সর্ষে, ছোলা, যবের মত ফসল চাষ করা হয়। অক্টোবর-নভেম্বর মাসে এই চাষ শুরু হয় এবং মার্চ-এপ্রিল মাসে এই ফসল মাঠ থেকে তোলা হয়। MSP বৃদ্ধি করলে কৃষকরা এই ফসলের চাষে আরো আগ্রহী হবে বলে আশা করা যাচ্ছে।

এছাড়া এই চাষ থেকে তাদের আয় বাড়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। MSP বৃদ্ধির ফলে কৃষকরা সরকার কর্তৃক ন্যূনতম একটি অর্থ পাবে, যা বাজারের অস্থিরতা দূর করে তাদের আর্থিক সুরক্ষা প্রদান করবে। 

কৃষক বন্ধু প্রকল্পের দ্বিগুণ অর্থ 

কেন্দ্রীয় সরকারের এই নতুন পদক্ষেপে কৃষকরা এবার বড় আর্থিক সহায়তা পাবেন। কৃষকদের ফসল বিক্রিতে মুনাফা বৃদ্ধি পাবে। MSP বৃদ্ধি এবং কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় ডবল অর্থপ্রধান, এই দুই সুবিধা একসঙ্গে পেলে কৃষকরা আরো সচ্ছল জীবনযাপন করতে পারবেন এবং তাদের চাষবাসের প্রতি আরো আগ্রহ বৃদ্ধি পাবে। কৃষকদের আর্থিক নিরাপত্তা ও উৎপাদনের ক্ষেত্রেও স্থিতিশীলতা নিয়ে আসবে এই উদ্যোগ। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: এক লাফে সাত গুন ভাতা বৃদ্ধি! সরকারি কর্মীদের জন্যে রাজ্য সরকারের বিরাট ঘোষণা

কেন্দ্রের সিদ্ধান্তে কৃষি অর্থনীতিতে প্রভাব 

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে ভারতের কৃষকদের আয় বৃদ্ধি ছাড়াও দেশের সামগ্রিক কৃষি অর্থনীতি ও স্থিতিশীল থাকবে। অর্থনীতির এই উন্নতি কৃষিক্ষেত্রে এক বিরাট প্রভাব ফেলবে এবং কৃষিকাজকে আরো উন্নতি করে ইতিবাচক দিকগুলো তুলে আনবে।

এছাড়া ভবিষ্যতে আরও কৃষকদের এই ধরনের ফসল চাষে আকৃষ্ট বাড়াবে। কেন্দ্রের এই পদক্ষেপ নিঃসন্দেহে কৃষকদের জীবনে এক নতুন আসার আলো নিয়ে এসেছে। আশা করা যাচ্ছে MSP বৃদ্ধির পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের এই সুবিধা কৃষকদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের অর্থনৈতিক নিরাপত্তা আরও সচ্ছল করে তুলবে।

Leave a Comment