DA তো বেশি হলো না, কিন্তু এই বড় উপহার পাবে সরকারি কর্মীরা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২০১৪ সালে গঠিত সপ্তম বেতন কমিশন সরকারি কর্মীদের বেতন কাঠামো ও সুবিধাগুলি পুনর্নবীকরণ করেছিল। কিন্তু তা প্রায় ১ দশক আগে কার্যকর হয়। কমিশনের সুপারিশ অনুযায়ী, কেন্দ্রীয় কর্মীদের জন্য নূন্যতম বেতন নির্ধারণ করা হয় মাত্র ১৮ হাজার টাকা। তবে অনেকের মতে এই বেতন যথেষ্ট নয়। তাই পরবর্তী কমিশন গঠনের সময় ন্যূনতম বেতন আরো বাড়ানো প্রয়োজন বলে দাবি তোলে সরকারি কর্মচারীরা। 

অষ্টম পে-কমিশনের প্রয়োজনীয়তা 

প্রায় এক দশক আগে সপ্তম পে কমিশন কার্যকর করা হয়েছিল। কিন্তু এই সময়ে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার খরচ এতটাই বেড়েছে যে কর্মীদের বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কর্মচারীরা তাঁদের বেতনকে বাড়িয়ে অষ্টম পে কমিশনের দাবি তুলেছে, যাতে তাদের বর্তমান চাহিদা অনুযায়ী বেতন বৃদ্ধি পায় এবং স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারে। 

নভেম্বরের জয়েন্ট কনসালটটিভ মেশিনারি বৈঠক 

অষ্টম পে কমিশন সংক্রান্ত আলোচনা নভেম্বরের জয়েন্ট কনসাল্ট মেশিনারি বৈঠকে হবে বলেই জানা যাচ্ছে। এই বৈঠকে কেন্দ্রীয় কর্মী এবং সরকারি প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বলেই সূত্রের খবর। বৈঠকে সবাই মত দিলে ২০২৫ সালের বাজেটে নতুন পে কমিশন গঠনের বিষয়ে জোর দেওয়া হবে এটাই আশা করা যাচ্ছে।

অষ্টম পে কমিশন গঠনের সম্ভাবনা 

কেন্দ্রীয় সরকারের প্রস্তুতি এবং জয়েন্ট কনসাল্ট মেশিনারি বৈঠক থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, খুব শীঘ্রই অষ্টম পে কমিশন গঠন করা হবে। যদি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে এটি রাজ্যের কর্মচারীদের জন্য খুবই সুখবর হতে চলেছে। কারণ তাদের বেতন কাঠামোতে নতুন পরিবর্তন আসবে। 

DA নির্ধারণ পদ্ধতি 

কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বা DA নির্ধারণ করা হয় অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের গড়ের ভিত্তিতে। এই DA মূল্যস্ফীতির উপর ভিত্তি করেই তৈরি করা হয়। এটি দেশের ক্রয় ক্ষমতার একটি প্রতিফলন। সাধারণত DA নির্ধারণের ফর্মুলা হল {(গত ১২ মাসের গড় ইনডেক্স – ১১৫.৭৬) / ১১৫.৭৬} × ১০০। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মহার্ঘ ভাতা বৃদ্ধির সাম্প্রতিক ঘোষণা 

কেন্দ্রীয় সরকারের তরফে সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে যে ২০২৪ সালের ১লা জুলাই থেকে কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধির ফলে সরকারের অতিরিক্ত ৯ হাজার ৪৪৮ টাকা কোটি টাকা খরচ হয়েছে। এর ফলে সরকারি কর্মচারীদের জীবিকার মান উন্নয়নে অনেকটা পরিমাণে সাহায্য হয়েছে।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA 

পশ্চিমবঙ্গ রাজ্যের কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আয়তায় DA পাচ্ছেন, যা মাত্র ১৪ শতাংশ হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকার ধাপে ধাপে ২০২১, ২০২৩ এবং ২০২৪ সালে DA বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে রাজ্যের কর্মীরা কেন্দ্রীয় কর্মীদের তুলনায় এখনো অনেকটাই পিছিয়ে মহার্ঘ ভাতায়।

কেন্দ্রীয় ও রাজ্য কর্মচারীদের মধ্যে DA-এর ফারাক 

কেন্দ্রীয় কর্মচারীদের বর্তমান DA ৫৩ শতাংশ, কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের DA-এর পরিমাণ মাত্র ১৪ শতাংশ। এই ফারাকের কারণেই পশ্চিমবঙ্গের কর্মচারীরা দীর্ঘদিন ধরে DA বৃদ্ধির দাবি জানিয়ে আসছে।

আরও পড়ুন: ৪৮ ঘন্টার মধ্যে অ্যাকশন, কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের DA সংক্রান্ত সিদ্ধান্ত 

DA বৃদ্ধির দাবির পরেও পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রীয় হারে DA বৃদ্ধি না করার সিদ্ধান্তে অনড় রয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হলেও রাজ্য সরকার কেন্দ্রীয় হারে DA দেওয়ার ব্যাপারে কোনরকম আগ্রহ প্রকাশ করছে না। এখন দেখার আগামী নভেম্বরের জয়েন্ট কনসালটটিভ মেশিনারি বৈঠকে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Comment