PM Rozgar Mela 2024: রাজ্য তথা গোটা দেশের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। চাকরির প্রার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রী রোজগার মেলা ২০২৪, যেখানে দেশের ৫১,০০০ চাকরিপ্রার্থীকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে।
২৯শে অক্টোবর আয়োজিত এই মেলার মাধ্যমে দীর্ঘদিন চাকরির জন্যে অপেক্ষার অবসান ঘটবে এবং দেশে বেকারের সংখ্যা হ্রাস পাবে। দেশের প্রতিটি রাজ্যের যোগ্য প্রার্থীরা এই নিয়োগপত্র সরাসরি তাঁদের হাতে পাবেন।
আজকের প্রতিবেদনে এই রোজগার মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেব। এই মেলা কবে হবে, কোথায় হবে, কিভাবে আবেদন করবেন সমস্ত তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হল।
রোজগার মেলায় বিশাল নিয়োগ প্রক্রিয়া
প্রধানমন্ত্রী রোজগার মেলার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন বিভাগে প্রায় ৫১০০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ মেধার ভিত্তিতে সম্পন্ন হবে। পরীক্ষায় উত্তীর্ণ এবং ডকুমেন্ট সফলভাবে ভেরিফিকেশন করা প্রার্থীরাই এখানে নিয়োগপত্র হাতে পাবেন।
ইভেন্টের ধরন ও আয়োজন পদ্ধতি
এই রোজগার মেলা অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর ফলে প্রার্থীরা সুবিধা অনুযায়ী অংশগ্রহণ করতে পারবে। অনলাইনে অংশগ্রহণকারীরা ওয়েব কাস্টের মাধ্যমে ইভেন্টে যুক্ত হবেন আর অফলাইনে নির্বাচিত সেন্টারগুলোতে সরাসরি উপস্থিত হয়ে নিয়োগপত্র সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে সরাসরি নিয়োগ করা হবে।
অনলাইনে ইভেন্টের প্রক্রিয়া
অনলাইনে অংশগ্রহণকারী প্রার্থীরা ইভেন্টের আগে একটি মেসেজের মাধ্যমে ওয়েব কাস্ট লিংক, তারিখ এবং সময় পেয়ে যাবেন। তারা সহজেই সেই লিংকে ক্লিক করে ইভেন্টে যুক্ত হতে পারবেন। ইভেন্ট শেষে প্রার্থীদের নিয়োগ পত্র তাদের ইমেইলে বা পোস্ট অফিসের মাধ্যমে তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসা হবে। এভাবেই তারা নিয়োগপত্র হাতে পাবেন।
অফলাইনের মাধ্যমে ইভেন্টের প্রক্রিয়া
অনলাইনের পাশাপাশি দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে অফলাইনেও রোজগার মেলার আয়োজন করা হবে। এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীরা মেলা শুরুর পূর্বে মেসেজের মাধ্যমে সেন্টারের নাম, স্থান ও সময়সূচি পেয়ে যাবেন। মেলায় এসে যোগদান করলে তারা সরাসরি নিয়োগপত্র হাতে পাবেন। সেখান থেকেই তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
কারা এখানে আবেদন করতে পারবেন?
এই রোজগার মেলায় আবেদন করার জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হবে। যারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডকুমেন্ট যাচাই ও ইন্টারভিউ পর্যায় সফলভাবে অতিক্রম করেছেন এবং নিয়োগের জন্য অপেক্ষা করছেন একমাত্র সেই সমস্ত প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে।
রোজগার মেলার সময়সূচী ও স্থান
প্রধানমন্ত্রী রোজগার মেলা ২০২৪ অনুষ্ঠিত হবে ২৯শে অক্টোবর সকাল ১০.৩০ থেকে। পশ্চিমবঙ্গে এই মেলাটি হবে কলকাতা ও খড়গপুরে। তাই যে সমস্ত প্রার্থীরা এই রোজগার মেলায় অংশগ্রহণ করতে চান তারা নির্দিষ্ট সময়সূচী মেনে নির্দিষ্ট স্থানে অংশগ্রহণ করবেন। সেখান থেকেই সরাসরি আপনাদের নিয়োগপত্র প্রদান করা হবে।
আরও পড়ুন: অনেক বেকারের চাকরি হবে, ক্যাম্পাসিং শুরু করল টাটা কনসালটেন্সি TCS, বিস্তারিত আপডেট দেখুন
চাকরিপ্রার্থীদের জন্য নির্দেশনা
রোজগার মেলা ইভেন্টে যুক্ত হওয়ার জন্য প্রার্থীদেরকে ইন্টারনেট সংযোগ এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে রাখতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই ইভেন্টের মাধ্যমে দেশে বেকারের সংখ্যা অনেক অনেক অংশে কমবে এবং সবাই কাজের সুযোগ পাবে এটাই আশা করা যায়।