সবেমাত্র বাংলা আবাস যোজনায় পাকা বাড়ির জন্য 1 লক্ষ 30 হাজার টাকার সরকারি অনুদানের ভেরিফিকেশনের অর্থাৎ সার্ভের কাজ শুরু হয়েছিল। সোমবার থেকে এগোচ্ছিল কাজ। ব্যস।
জেলায় জেলায় বন্ধ হয়ে গেল বাংলার আবাস যোজনার সার্ভে। আর কি কেউ পাবেন না? মাথায় হাত বাংলার সাধারণ মানুষের। এমন সময় বড় আপডেট জানতে পারল কাজের সুবিধা। যেটা শুনলে একটু হলেও স্বস্তি পেতে পারেন।
বন্ধ হল আবাস যোজনার ঘরের সার্ভে
রাজ্যের চার জেলা সহ আরও দু’টি জেলার অন্তর্গত তিনটি বিধানসভা এলাকায় বন্ধ করা হয়েছে বাংলা আবাস যোজনার সার্ভে। বাড়ি তৈরির প্রকল্প বন্ধ রাখার নির্দেশ দিয়ে বসেছে নির্বাচন কমিশন।
কেন সার্ভে বন্ধ করা হলো?
আসলে, আগামী 13 নভেম্বর রাজ্যের এই ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা। 23 নভেম্বর ভোটের ফলঘোষণা। এমন সময়ে বিজেপির অভিযোগ, যে সব এলাকায় উপনির্বাচন হবে, সেখানে আবাস যোজনার কাজ করা করা যাবে না। তাহলে ভোটে তো তার প্রভাব পড়তে পারে। এ নিয়ে সোমবার কমিশনের দ্বারস্থও হয়েছিল রাজ্য বিজেপি। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়েছিল বিজেপির প্রতিনিধি দল, এই সোমবারই।
তার পরেই মঙ্গলবার নির্বাচন কমিশন আদর্শ বিধি জারি করেছে। কমিশন স্পষ্ট জানিয়েছে যে, নির্বাচন যে সমস্যা জায়গায় হবে, সেই সকল জায়গায় আবাস যোজনার বাড়ি তৈরির জন্য সমীক্ষার কোনও কাজ করা যাবে না।
অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার সঙ্গে জলপাইগুড়ি ও উত্তর 24 পরগনার যে তিন বিধানসভা এলাকায় উপনির্বাচন, সেখানে আবাস প্রকল্পের কাজ বন্ধ রাখতে হবে।
আরও পড়ুন: ঘরের জন্য সার্ভে শুরু হলো, বাড়ি বাড়ি গিয়ে এই প্রশ্নগুলি করা হচ্ছে
উপনির্বাচনের পর আবার আবাস যোজনার সার্ভের কাজ শুরু হবে। উপনির্বাচন হচ্ছে না এমন অন্যান্য জেলা সহ জলপাইগুড়ি ও উত্তর 24 পরগনার বাকি অংশে আবাস যোজনার সমীক্ষার কাজ চললেও চলতে পারে।