পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই একাধিক কল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে, যার মধ্যে অন্যতম হল “যুবশ্রী প্রকল্প”। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১৩ সালে এই প্রকল্পের সূচনা হয়।
এই প্রকল্পটি মূলত রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়েই শুরু করা হয়। কর্মহীন যুব সমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি নতুন করে স্বপ্ন দেখানোর জন্যই এই যুবশ্রী প্রকল্প।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই প্রকল্পটির নাম পরিবর্তন করে “যুব উৎসাহ” থেকে “যুবশ্রী” রাখেন যা আজও বহু তরুণ-তরুণীর জীবনে আশার আলো হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের অধীনে কর্মসংস্থান বিভাগ মূলত এই যুবশ্রী প্রকল্পটি পরিচালনা করে থাকে।
যুবশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য
যুবশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কর্মহীন এবং বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা। এর ফলে রাজ্যের বেকার যুবক-যুবতীরা স্বাবলম্বী হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে এবং তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে। এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীরা মাসিক ১৫০০/- টাকা করে আর্থিক ভাতা পান। এই টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক একাউন্টে ট্রান্সফার করা হয়।
আবেদনকারীর যোগ্যতা
যুবশ্রী প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল-
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
- পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই নূন্যতম অষ্টম শ্রেণি পাশ করে থাকতে হবে।
- রাজ্যের যেকোন বেকার যুবক-যুবতী যারা কোন সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত নয়, শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবে।
- যিনি আবেদন করবেন তিনি যদি রাজ্য সরকারের তরফে কোন আর্থিক সহায়তা বা ঋণ গ্রহণ করে থাকে তাহলে তিনি এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না।
- আবেদনকারীর কাছে সঠিক জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক।
কত টাকা সহায়তা করা হয়?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পরিচালিত যুবশ্রী প্রকল্পের অধীনে যারা আবেদন করবেন এবং তাদের মধ্যে যারা নির্বাচিত হবেন তাদেরকে প্রতি মাসে ১৫০০/- টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। এই টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক একাউন্টে প্রদান করা হয়।
অনুদান পাওয়ার পর কি করনীয়?
যারা যুবশ্রী প্রকল্পের আওতায় মাসিক ভাতা পাচ্ছেন তাদের প্রতি ৬ মাস অন্তর একটি “সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট” জমা দিতে হয়। এর পাশাপাশি তারা যে অর্থ পাচ্ছেন সেটা কিভাবে খরচ করছেন তার হিসাবও জমা দিতে হয় এবং যাবতীয় ডকুমেন্ট জমা করতে হয়। এর মাধ্যমে এই প্রকল্পের সঠিক এবং স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত হয়।
আবেদন প্রক্রিয়া
যুবশ্রী প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- সর্বপ্রথম “পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক”-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “New Enrolment Job Seeker” অপশনে ক্লিক করতে হবে।
- তারপর আবেদন ফরমটি আপনার সামনে আসবে, সেটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর আবেদনকারী একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন এই নাম্বারটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।
- আবেদন করার ৬০ দিনের মধ্যে প্রিন্ট করা ফরম নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে।
- এরপর এমপ্লয়মেন্ট অফিস থেকে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রয়োজনীয় ফরম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: ঘরের জন্য সার্ভে শুরু হলো, বাড়ি বাড়ি গিয়ে এই প্রশ্নগুলি করা হচ্ছে
হেল্পলাইন নম্বর
যুবশ্রী প্রকল্পে আবেদন করার সময় কোনো সমস্যার সম্মুখীন হলে অথবা এই বিষয়ে বিস্তারিত জানার জন্য যুবশ্রী প্রকল্পের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এই যোগাযোগের নম্বরটি হল- 033 – 2237 6300
যুবশ্রী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট- Click Here