লক্ষ্মীর ভাণ্ডার তো চলছেই, এবার আর ১ প্রকল্প নিয়ে সুখবর দিল রাজ্য সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য বিরাট সুখবর নিয়ে আসলো রাজ্য সরকার। লক্ষীর ভান্ডার প্রকল্পের পর এবার বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন আপডেট নিয়ে আসলো রাজ্য। বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন উপভোক্তাদের অন্তর্ভুক্তির ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য সরকার জানিয়ে দিয়েছে পুজোর ছুটির পরই এই সিদ্ধান্ত কার্যকর করবে। তাই যে সমস্ত প্রবীণ নাগরিক বার্ধক্য ভাতার জন্য অপেক্ষা করে ছিলেন তাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।

বার্ধক্য ভাতা প্রকল্প

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় আসার পর একাধিক প্রকল্প চালু করে। তার মধ্যে অন্যতম হলো বার্ধক্য ভাতা। রাজ্য সরকার ৬০ বছর বা তার ঊর্ধ্ব বয়সী মানুষদের মাসিক ১ হাজার টাকা করে ভাতা প্রদান করে থাকে। এর মধ্যে কেন্দ্র দিয়ে থেকে ৩০০ টাকা এবং রাজ্য দেয় ৭০০ টাকা।

নতুন সুবিধাভোগীদের সংখ্যা

রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, পূজার ছুটির পর প্রায় ১ লক্ষ ৫০ হাজার নতুন উপভোক্তাকে এই বার্ধক্য ভাতা প্রকল্পে সংযুক্ত করা হবে। তাই যেসমস্ত উপভোক্তা নতুন বার্ধক্য ভাতার জন্য আবেদন করবেন বলে ভাবছিলেন তাদেরকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।

কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগ

বার্ধক্য ভাতার অন্তর্গত ৬০ থেকে ৮০ বছর বয়সী উপভোক্তাদের কেন্দ্র ৩০০ টাকা আর ৮০ বছরের বেশি বয়সীদের জন্য কেন্দ্র ৫০০ টাকা পর্যন্ত অর্থসাহায্য করে। বাকি টাকা রাজ্য সরকারের তরফ থেকেই উপোভক্তাদের প্রদান করা হয়।

প্রকল্পের আর্থিক বরাদ্দ

রাজ্যের কোষাগার থেকে বর্তমানে বার্ধক্য ভাতা প্রকল্পে প্রতিবছর প্রায় ১৫০কোটি টাকা খরচ করা হয় বলে খবর। এবার নতুন উপভোক্তাদের অন্তর্ভুক্তির ফলে আরো অনেক বৃদ্ধ-বৃদ্ধা উপভোক্তার আর্থিক সহায়তা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুনঃ বাড়ির মহিলাদের ৫ লাখ টাকা দিচ্ছে মোদী সরকার, এইভাবে আবেদন করলেই

সরকারের লক্ষ্য

রাজ্য সরকার পূজোর পর দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করে সকলের ব্যাংক একাউন্টে বার্ধক্য কথার অর্থ পৌঁছে দেওয়ার লক্ষ্য ঠিক করেছে। এর ফলে রাজ্যের সমস্ত প্রবীণ নাগরিক খুবই উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে। রাজ্যের প্রবীণ নাগরিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই সরকার এই পদক্ষেপ দ্রুত গ্রহণ করছে।

Leave a Comment