জুনিয়র ডাক্তারদের সব দাবি একে একে পূরণ করছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্তের মতে, রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের করা দশটির মধ্যে সাতটি দাবি পূরণ করেছে। সোমবার স্বাস্থ্য ভবনে চিকিৎসক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, বাকি দাবিগুলো দ্রুত মেটানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কিন্তু প্রশ্ন হল, এই দাবি মেটাতে ঠিক কতক্ষণ লাগবে? চিকিৎসকরা এমনটা জানতে চাইতেই, মুখ্য সচিব স্পষ্ট বলেন, তিনি নির্দিষ্ট সময়সীমা বলতে পারবেন না। এরপরেই তিনি জুনিয়র ডাক্তারদের অনশন শেষ করার আহ্বান জানান। সঙ্গে জোর দিয়ে আশ্বস্ত করে বলেন যে সাতটি দাবি পূরণ করার জন্য সরকার ক্রমশ প্রচেষ্টা চালাচ্ছে।
তবে এই বৈঠকেও হতাশ চিকিৎসকরা। তাঁরা জানান, দশটি দাবি পূরণে কোনো লিখিত প্রতিশ্রুতি না দেওয়ায় তাঁরা অসন্তুষ্ট। এমনকি স্বাস্থ্য প্রশাসনের মধ্যে একটি হুমকিমূলক পরিবেশ এবং দুর্নীতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। পুলিশের প্রতিক্রিয়া নিয়েও ভ্রু কুঁচকেছেন ডাক্তাররা।
জানা গিয়েছে, রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম সোমবার বৈঠকে অনুপস্থিত ছিলেন। দিল্লিতে, সম্ভবত আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মামলা সংক্রান্ত সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নিতে গিয়েছিলেন তিনি। এমনই সময় বৈঠকে বসে স্বাস্থ্য সচিবের অপসারণেরও আহ্বান জানান চিকিৎসকরা।
আরও পড়ুনঃ একদিকে আরজি কর ঘটনা, অন্যদিকে মহিলাদের জন্য দারুণ সুখবর দিল রাজ্য সরকার
চিকিৎসক প্রতিনিধিরা মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে মঙ্গলবারের “দ্রোহের কার্নিভাল”-এ আমন্ত্রণ জানিয়ে এসেছেন। কলকাতায় রাজ্যের পুজো কার্নিভালের সঙ্গে মিল রেখে দেওয়া এই নাম। সিনিয়র চিকিৎসকরাও কর্মকর্তাদের এই অবস্থানে আমন্ত্রণ জানিয়েছেন।