পুজোর পরেই বাড়বে জিনিপত্রের দাম! কথা স্বীকার করল রিজার্ভ ব্যাঙ্ক, কিন্তু এটা কেন হবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পুজোর উৎসবের মাঝেই খারাপ খবর দিল ভারতের রিজার্ভ ব্যাংক (RBI)। এখনই দাম কমছে না জিনিসপত্রের, উল্টে আরো দাম বাড়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে গত বুধবার মনিটারি পলিসির বৈঠক হয়েছিল। বৈঠকে সাফ জানা গেছে যে এই মুহূর্তে মুল্লুক বৃদ্ধির হার কমবে সেটা অনিশ্চিত। 

RBI-এর মনিটারি পলিসির বৈঠক

গত ৯ অক্টোবর, বুধবার রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসির বৈঠক হয়েছে। ওই বৈঠকে রেপো রেট অর্থাৎ ব্যাংকের সুদের হার কমলো না, আগে যা ছিল তাই অপরিবর্তিত থাকলো। 

বৈঠক শেষ করে গভর্নর শক্তি কান্ত দাস জানিয়েছেন- “এতদিন দেশের খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি অন্যতম প্রধান সমস্যা ছিল। বিভিন্ন অন্যদ্রব্যের মূল্যবৃদ্ধির হার কিছুটা নিয়ন্ত্রণে আসছিল, কিন্তু এখন অন্য সমস্যা দেখা দিচ্ছে। পশ্চিম এশিয়ায় আবারো নতুন করে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই কারণে জ্বালানি তেল (ক্রুড ওয়েল) এবং অন্যান্য দ্রব্যের দামের উপর প্রভাব পড়বে। তাই এই মুহূর্তে রেপো রেট কমানো হলো না”।

Reporate না কমায় ভারতের সাধারণ জনগণকে ব্যাংকের ঋণের উপর ধার্য হওয়া বেশি সুদ দিতেই হবে। আপনাকে জানিয়ে রাখি, ২ বছরের বেশি সময় ধরে এমন অবস্থায চলছে, পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি। আশা করা হচ্ছিল, এই বছর ভারতের রেপো রেট অর্থাৎ সুদের হার কমানো হবে, কিন্তু বৈশ্বিক পরিস্থিতি অনুকূল নয়। 

আমেরিকার ফেডারেল রিজার্ভ রেপো রেট কমিয়েছে

কয়েকদিন আগেই আমেরিকার ফেডারেল রিজার্ভ ৫০ বেসিস পয়েন্ট Repo Rate কমিয়েছে। এরপরেই আশা করা হচ্ছিল ভারতের রিজার্ভ ব্যাংকও রেপো রেট কমাতে পারে। কিন্তু আর বি আই এর মনিটরি পলিসির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেপো রেট এর ক্ষেত্রে কোন পরিবর্তন হবে না। অর্থাৎ আগের মতই ৬ শতাংশই রেপো রেট বহাল থাকবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুনঃ জিওর দীপাবলি অফার! ১ বছর আগে লঞ্চ হয়েছিল এই Jio ল্যপটপ, এখন দাম মাত্র এত টাকা

২০২২ সাল থেকেই বাড়ছে জিনিসপত্রের দাম 

২০২২ সাল থেকে লাগাতার জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, তখনো আর বি আই রেপো রেট না কমানোর জন্য মূল্যবৃদ্ধির হারকে কারণ হিসেবে দেখিয়েছিল। এমনিতেই জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনধারণ দুর্দশার মধ্যে পড়ছে। তার উপরে রিজার্ভ ব্যাংকের রে না কমাতে পারার দাবি এটাই বোঝাচ্ছে যে আগামীতেও জিনিসপত্রের দাম আরো বাড়বে। 

Leave a Comment