Green Ration Card: নতুন গ্রীন রেশন কার্ড দিচ্ছে সরকার, মিলবে এই বিশেষ সুবিধা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দূর্গাপুজোর মাঝেই নতুন আর এক ধরনের সুখবর পেল সাধারণ মানুষ। এবার গ্রীন রেশন কার্ড (Green Ration Card) থাকলে ডবল সুবিধা দেওয়ার কথা ঘোষণা করল একটি রাজ্য সরকার। আমরা সকলেই জানি রেশন কার্ডে মাসে একবার বিভিন্ন সামগ্রী যেমন চাল, আটা, গম ইত্যাদি পাওয়া যায় কিন্তু বিশেষ একটি কারণে নির্দিষ্ট একটি সরকার বছরে দুবার রেশন দেওয়ার কথা ঘোষণা করল। তবে এই সুবিধা শুধুমাত্র রেশন গ্রীন রেশন কার্ড ধারীদের দেওয়া হবে।

গ্রীন রেশন কার্ড (Green Ration Card)

গ্রীন রেশন কার্ড চালু করা হয়েছিল মূলত 1 টাকা কেজি দরে চাল এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করার জন্য। এই নিয়ম পরিবর্তন করেছিল ঝাড়খন্ড সরকার। রাজ্যের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষেরা এই সুবিধা পেয়ে থাকে। 

বর্তমানে ঝাড়খন্ড রাজ্যে ১৭ লাখ গ্রীন রেশন কার্ড গ্রাহক রয়েছে। সরকারের বর্তমান টার্গেট, আরো নতুন করে ৫ লাখ মানুষকে গ্রীন রেশন কার্ড দেওয়া হবে। এই সংখ্যক নতুন গ্রীন রেশন কার্ড দেওয়ার কারণে রাজ্যের কার্ড ধারকের সংখ্যা ২০ লাখের বেশি হবে, আর সরকারের টার্গেট রয়েছে আগামী কয়েক বছরের মধ্যে সংখ্যাটা ২৫ লাখে পৌঁছানোর। 

মাসে ২ বার ১ সাথে রেশন দেবে সরকার

ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের সরকার সম্প্রতি একটি বৈঠক করে রেশন ব্যবস্থার কিছু পরিবর্তন করেছে। চলতি অক্টোবর মাসের ১-১৫ তারিখের মধ্যে ২০২৩ সালের ডিসেম্বরের রেশন দেওয়া হবে। তারপর ১৬-৩১ অক্টোবরের মধ্যে চলতি বছরের অক্টোবর মাসেরই রেশন দিয়ে দেবে রাজ্য সরকার। 

এরপর পরের মাস অর্থাৎ নভেম্বরের ১-১৫ তারিখের মধ্যে ২০২৪ এর জানুয়ারি মাসের রেশন এবং ১৬-৩০ নভেম্বরের মধ্যে নভেম্বর মাসেরই রেশন দিয়ে দেবে। 

তারপর একই নিয়মে ডিসেম্বর মাসে ফেব্রুয়ারি ২০২৪ এর এবং ডিসেম্বর ২০২৪ মাসের রেশন ১-১৫ এবং ১৬-৩১ ডিসেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গ্রীন কার্ডের বিশেষ একটি সুবিধা হল মাসে দুবার রেশন তোলা যাবে। সেইসাথে কোন কোন মাসে যদি রেশন না তোলা হয় তাহলে তা পরের মাসে একসঙ্গে তুলে নেওয়া যাবে। 

গ্রীন রেশন কার্ডে ব্যাকলগ রেশনের সুবিধা

২০২৩ এর ডিসেম্বর থেকে ২০২৪ এর ফেব্রুয়ারি পর্যন্ত এই ৩ মাস যারা রেশন পায়নি তারা চলতি বছরের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে ব্যাকলগ হিসেবে রেশন পেয়ে যাবেন।

আরও পড়ুন: পুজোয় বিশেষ অফার! রেশনে চাল-গমের সাথে পাওয়া যাবে এই জিনিসও

ঝাড়খন্ড রাজ্য সরকার এই নতুন নিয়ম চালু করায় নির্দিষ্ট সময়ের মধ্যে যারা রেশন পায়নি তাদের চিন্তা দূর হলো এবং আগামী দিনে যারা বিশেষ কারণে রেশন তুলতে পারবে না তাদের চিন্তা থাকবে না। কেননা একটি মাসের রেশন অন্য মাসেও একসাথে গ্রাহকরা তুলতে পারবে। 

Leave a Comment