আপনার আধার কার্ডের সাথে কোন মোবাইল নম্বর লিঙ্ক আছে তা জানেন কি? যদি জানেন তো খুব ভালো, আর যদি না জেনে থাকেন তবে আপনি খুব সহজেই UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিচের দেওয়া পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই এটি জানতে পারবেন।
বর্তমান সময়ে আধার কার্ড যে কতটা দরকার এবং গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে তা আলাদা করে বলার কিছু নেই। এখন স্কুলে ভর্তি থেকে শুরু করে জমি জায়গা কেনা, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া সহ বিভিন্ন কাজে আধার কার্ড আবশ্যিক।
আধার কার্ড Unique Identification Authority of India (UIDAI) এর তরফে জারি করা হয়। সময় সময়ে এই আধার কার্ড আপডেট করা জরুরি, বিশেষ করে এর সাথে যে মোবাইল নম্বর লিংক থাকে সেটি। আধার কার্ডের সাথে মোবাইল নম্বর রেজিস্টার করা না থাকলে ওটিপি আসবে না, যে কারণে বিভিন্ন সুবিধাও হাতছাড়া হয়ে যাবে।
বর্তমানে আমাদের বাড়িতে একাধিক মোবাইল এবং একের বেশি নম্বর থাকে। যে কারণে আধার কার্ডের সাথে কোন মোবাইল নম্বরটি লিংক আছে তা অনেক সময় আমরা ভুলে যাই। আবার এমন ঘটনাও ঘটে যে যেই মোবাইল নম্বরটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক ছিল সেটা আমরা ব্যবহার করা বন্ধ করে দিই এবং নতুন সিম কার্ড নিয়ে নেই। এমন পরিস্থিতিতে আধার কার্ডের সাথে নতুন মোবাইল নম্বর আপডেট করা জরুরি হয়ে পড়ে।
আধার কার্ডের লিঙ্ক করা মোবাইল নম্বর জানার উপায়
যদি আপনার আধার কার্ডের সাথে কোন মোবাইল নম্বর লিঙ্ক আছে তা মনে না থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। নিচের দেওয়া স্টেপ গুলি ফলো করে খুব সহজেই আধার কার্ডের সাথে লিংক করা মোবাইল নম্বরটি জানতে পারবেন।
(1) প্রথমেই UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
(2) My Aadhaar সেকশনে ক্লিক করুন
(3) Aadhaar Service অপশনে ক্লিক করতে হবে।
(4) তারপর Verify an Aadhaar Number in Aadhaar Service লেখার উপরে ক্লিক করুন।
(5) এরপর আপনাকে আপনার ১২ সংখ্যার আধার নম্বর দিতে হবে।
(6) তারপর একটি ক্যাপচা কোড আসবে এবং সেটি ফিল করতে হবে।
(7) সব শেষে, Proceed to Verify এর উপরে ক্লিক করলেই আপনার আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে জানতে পারবেন।
আরও পড়ুনঃ ২০১৯ এর আগে গ্যাস কানেকশন নেওয়া থাকলেই করতে হবে এই কাজ
এই পদ্ধতি ফলো করলে আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নম্বর লিঙ্ক থাকে তবে নম্বরের শেষ তিনটি সংখ্যা দেখা যাবে, আর যদি কোনো নম্বর লিঙ্ক না থাকে তাহলে কিছু দেখাবে না।