Google Pay শীঘ্রই UPI সার্কেল চালু করছে, ১ বার অনুমতি দিলেই টাকা চলে যাবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

UPI সার্কেল, গুগল পের একটি নতুন সুবিধা। নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও সুবিধা দেবে ব্যক্তিদের। প্রত্যেকেই UPI (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) পেমেন্ট করতে পারবেন।

এই মুহূর্তে এই ফিচারটির ট্রায়াল চালাচ্ছে Google Pay। UPI সার্কেল কীভাবে কাজ করে এবং কীভাবে এটি ব্যবহারকারীদের সুবিধা দিতে পারে? মনে প্রশ্ন জাগলে উত্তর দিচ্ছে কাজের সুবিধা।

UPI সার্কেল কীভাবে কাজ করে?

UPI সার্কেল পরিবারের একাধিক সদস্যকে, একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে UPI পেমেন্ট করতে দেয়। ব্যাঙ্ক অ্যাকাউন্টের আসল মালিক হবেন প্রাইমারি বা প্রাথমিক ইউজার। সেকেন্ডারি ব্যবহারকারীরা তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেনের আগে তাঁর অনুমতি নিতে হবে। তবে এক্ষেত্রেও দু’টি ভাগ আছে। এক ভাগে অনুমতি না নিয়েও লেনদেন করা যায়। অন্যভাগে অনুমতি নিতেই হয়।

এ ক্ষেত্রে অনুমতি না নিলেও চলে

প্রাইমারি অ্যাকাউন্ট ধারক, অন্য ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করার অনুমতি আগে থেকেই দিয়ে রাখবে। এ ক্ষেত্রে প্রাথমিক ব্যবহারকারীই লেনদেনের একটি নির্দিষ্ট সীমা সেট করবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যেমন, প্রতি মাসে যদি 15,000 টাকার লিমিট দেওয়া হয়, তাহলে তার মধ্যে যত খুশি লেনদেন করতে পারবেন অন্যান্য ব্যবহারকারীরা। এ ক্ষেত্রে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত লেনদেন করা যাবে, সেই নিয়মক বেঁধে দেওয়া যাবে।

এ ক্ষেত্রে অনুমতি নিতেই হয়

প্রাথমিক ব্যবহারকারী নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখেন। অন্যান্য সেকেন্ডারি ব্যবহারকারীর প্রতিটি লেনদেনের আগে অনুমতি নেবেন। এ ক্ষেত্রে কোনও সীমা, কোনও তারিখ সেট করা থাকে না। যখনই কোনও টাকা পয়সা লেনদেন হবে, তখনই অনুমতি লাগবে।

এ ক্ষেত্রে প্রাথমিক ব্যবহারকারী প্রতিটি লেনদেনের অনুরোধের জন্য নিজের ফোনে নোটিফিকেশন পাবেন এবং 10 মিনিটের মধ্যে এটি অনুমোদন করতে হবে। তবেই অন্যান্য বা সেকেন্ডারি ব্যবহারকারী লেনদেন করতে পারবেন।

আরও পড়ুন: ১ বছরের ফ্রি অফার দিচ্ছে জিও, কীভাবে পাবেন দেখুন

কীভাবে UPI সার্কেলে লেনদেন শুরু করবেন?

  • Google Pay অ্যাপ খুলুন এবং প্রোফাইল বিভাগে যান।
  • একটি QR কোড তৈরি করতে QR কোড আইকনে আলতো চাপুন৷
  • প্রাথমিক ব্যবহারকারী তার UPI সার্কেলে সেকেন্ডারি ব্যবহারকারীকে যোগ করতে, এই QR কোডটি স্ক্যান করবেন।
  • এর জন্য সেকেন্ডারি ব্যবহারকারীকে অবশ্যই একজন বিশ্বস্ত ব্যক্তি হতে হবে।

Leave a Comment