আর জি কর মেডিকেলের অভয়ার জন্য বিচার দাবি করছে সারা দেশ। জুনিয়র মহিলার ডাক্তারকে গণধর্ষণ এবং নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। চলছে বিক্ষোভ। উপরে উঠছে প্রতিবাদের পারদ।
এমন পরিস্থিতিতে থেমে থাকলেন না দিলদরদী অরিজিৎ সিং। ভাইরাল তাঁর রাতের ভিডিয়ো। ‘টলিঅনলাইন’-এর পেজ থেকে শেয়ার করা হয়েছে। যা দেখে অবাক অনেকেই। ভিডিয়োটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে।
কলকাতায় বিক্ষোভ চলাকালীন অরিজিৎ সিংয়ের এই ভিডিয়ো ভাইরাল ইনস্টাগ্রামে। ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যাচ্ছে যে মঞ্চে গায়ক ভারতে পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে বড়সড় বক্তৃতা দিচ্ছেন।
ঐ ভিডিও ক্লিপে অরিজিৎ বলেছেন, ফেসবুক এবং টুইটার কিছুই করবে না। আমি এইসব বিষয়ে আপডেট দিতে পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করেছি। আপনি কার সঙ্গে কাজ করছেন? আমার আপনার সাহায্য দরকার। আমার ইভেন্ট কোম্পানি ‘ধর্ষণবিরোধী’ লোগো চালু করছে।
যদিও বেশিরভাগ অনুরাগীরাই ভিডিয়ো দেখে বিশ্বাস করেননি। বেশ কয়েকজন অনুরাগীরা সংবেদনশীল বিষয়ে জাল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য অ্যাকাউন্টের ব্যবহারকারীকে দ্রুত কল করেছিলেন।
ইনস্টাগ্রামে এক ব্যবহারকারী বলেছেন, এটা অনেক পুরনো ভিডিয়ো, আপনার লজ্জা করে না? এত পুরনো ভিডিয়ো শেয়ার করা ভুল। এই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে, অরিজিৎ সিংও তাঁর এক্স অ্যাকাউন্টে স্পষ্ট করে দিয়েছেন যে অনলাইনে ভাইরাল হওয়া ভিডিয়োটি জাল এবং ‘লেট দিয়ার বি লাইট’ উদ্যোগটি সেই সময়ে ব্যর্থ হয়েছিল, এটি আর কখনও হবে না।
View this post on Instagram
আরো পড়ুনঃ রাজ্য সরকারের কড়া নোটিশ, এইসব সরকারি কর্মীদের জন্য
প্রসঙ্গত, উত্তর 24 পরগনার সোদপুরের মেয়ে অভয়া। গত 8 অগস্ট নাইট ডিউটির রাতে নৃশংস অত্যাচারের পর হত্যা করা হয় তাঁকে। পরদিন সকালে জরুরি বিভাগের সেমিনার হল বেরিয়ে আসে তাঁর বিবস্ত্র দেহ। ভয়ঙ্কর এই কাণ্ডের জন্য এই ঘটনায় সঞ্জয় রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হলেও, কোথাও যেন সন্দেহ থেকেই যাচ্ছে। রাজ্য এখন তদন্তের ভার তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে। তদন্ত চলছে।