মেয়েদের প্রতি বিশেষভাবে সদয় রাজ্য সরকার। কন্যাশ্রী, রুপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের পর এখন রমরমিয়ে চালাচ্ছেন শিক্ষাশ্রীও। মেধাবী ছাত্রীদের স্কুল ছুট কমাতেই এই বড়সড় উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারা কারা এই প্রকল্পে কীভাবে আবেদন করলে, ঠিক কত টাকা করে পাবেন, চলুন সবটাই আমরা এখনই জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমে।
কী কী সুবিধা দেওয়া হবে?
- পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরাই এই বৃত্তি পাবে।
- টাকা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের পেয়ে যাবেন ছাত্র-ছাত্রীরা।
- ক্লাস নির্বিশেষে বার্ষিক 800 টাকা করে স্কলারশিপ দেওয়া হয়।
কারা কারা সুবিধা পাবেন?
(১) ছাত্রীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক।
(২) তফশিলি জাতি এবং উপজাতি পরিবারের ছাত্রীকে আবেদন করতে হবে।
(৩) পরিবারের বার্ষিক আয় যেন আড়াই লক্ষ টাকার কম হতে হয়।
(৪) যে বছরে আবেদনকারী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পের টাকা পাবে, সেই বছরগুলিতে অন্য কোনও বৃত্তি বা প্রকল্পের সুবিধা নিলে হবে না।
(৫) ছাত্রীর এমন ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকা আবশ্যিক, যেখানে কোর ব্যাঙ্কিংয়ের সুবিধা আছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
আবেদনকারীর আধার কার্ডের জেরক্স
আবেদনকারীর ব্যাঙ্কের পাসবুক
আবেদনকারীর পাসপোর্ট ছবি
আবেদনকারীর পারিবারিক আয়ের প্রমাণপত্র
আবেদনকারীর জাতিগত শংসাপত্র
আবেদনকারীর ঠিকানা প্রমাণপত্র
আবেদনকারীর শিক্ষাগত নথি
আবেদন করবেন কীভাবে?
অফলাইনের মাধ্যমে:-
ছাত্রছাত্রীরা নির্দিষ্ট ফর্ম তুলে নিজের স্কুলে গিয়ে আবেদন করতে পারবে। এর জন্য আগে স্কুলে যোগাযোগ করতে হবে।
আরো পড়ুন: সিম পোর্টের রেকর্ড করল ভারত, ৬ জুলাইয়ের মধ্যে এত ছাড়াল
অনলাইনের মাধ্যমে:-
প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দফতরের অফিশিয়েল ওয়েবসাইটে যান। http://www.anagrasarkalyan.gov.in/
ক্লিক করতে হবে ‘শিক্ষাশ্রী স্কলারশিপ অ্যাপ্লিকেশন’-এর উপরে।
এবার নতুন পেজে, আবেদনকারীকে কিছু তথ্য দিতে হবে। যেমন- ইউজার টাইপ, নিজের জেলার নাম, সাব ডিভিশনের নাম, ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম, স্কুলের নাম।
এরপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
লগ ইন হয়ে গেলে ড্যাশবোর্ড-এ গিয়ে ‘শিক্ষাশ্রী’ প্রকল্পের আবেদনপত্র খুঁজে নিন।
সেই আবেদনপত্র পূরণ করে নিন। তারপর জমা দিয়ে দিন।
নিম্নলিখিত হেল্পলাইন নম্বরে কল করে বিস্তারিত জেনে নিন।
হেল্পলাইন নম্বর:- 08420023311