বৃহস্পতিবার থেকে অগস্ট মাস শুরু হচ্ছে। এই মাসে 13 দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর আগেও গত মাসে অর্থাৎ জুলাই মাসে 12 দিন ব্যাঙ্ক ছুটি ছিল। এই মাসে, স্বাধীনতা দিবস, রাখী বন্ধন এবং অন্যান্য দিন উপলক্ষ্যে মোট 13 দিন ব্যাঙ্কগুলি বন্ধ থাকতে চলেছে। তাই আপনাদের ব্যাঙ্কিং আগেভাগেই সেরে ফেলা ভালো। তবে, আগে কবে কবে ছুটি পড়ছে সেই দিনগুলো দেখে নিন।
এই রাজ্যগুলিতে অগস্টে টানা 3 দিন ব্যাঙ্ক বন্ধ
উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, গুজরাট ও ওড়িশায় ব্যাঙ্ক বন্ধ থাকবে টানা তিন দিন ধরে। এর পাশাপাশি ছত্তিশগড় রাজ্য, ঝাড়খণ্ড, চণ্ডীগড়, বাংলা, বিহার, মেঘালয়ে ব্যাঙ্ক ছুটি থাকবে তিন দিন।
এই রাজ্যগুলি ছাড়াও, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, সিকিম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান এবং জম্মুতেও টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কারণ, দেখুন 24 অগস্ট মাসের চতুর্থ শনিবার, যেখানে 25শে অগস্ট রবিবার ছুটির দিন হবে। পরের দিন অর্থাৎ 26 অগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীর ছুটি থাকবে। তাহলে ঘুরতে যাওয়ার প্ল্যান এখনই করে নিন।
এই অগস্ট মাসে 6টি সাপ্তাহিক ব্যাঙ্ক ছুটি থাকবে
4 অগস্ট: রবিবার সাপ্তাহিক ছুটি
10 অগস্ট: মাসের দ্বিতীয় শনিবার
11 অগস্ট: রবিবার সাপ্তাহিক ছুটি
18 অগস্ট: রবিবার সাপ্তাহিক ছুটি
24 অগস্ট: মাসের চতুর্থ শনিবার
25 অগস্ট: রবিবার সাপ্তাহিক ছুটি
আরো পড়ুন: খুব হলো কন্যাশ্রী, রুপশ্রী! এবার শিক্ষাশ্রীর টাকা দিচ্ছে সরকার
অনুষ্ঠান উপলক্ষ্যে অগস্ট মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা
3 অগস্ট: কের পূজা, ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ
8 অগস্ট: টেন্ডং লো রাম ফ্যাট, সিকিমে ব্যাঙ্ক বন্ধ
13 অগস্ট: দেশপ্রেম দিবস, মণিপুরে ব্যাঙ্ক বন্ধ
15 অগস্ট: স্বাধীনতা দিবস, ভারতে সব ব্যাঙ্ক বন্ধ
19 অগস্ট: রাখী বন্ধন, গুজরাট, রাজস্থান, ইউপিতে ব্যাঙ্ক বন্ধ
20 অগস্ট: শ্রী নারায়ণ গুরু জয়ন্তী, কেরালায় ব্যাঙ্ক বন্ধ
26 অগস্ট: কৃষ্ণ জন্মাষ্টমী, প্রায় সব রাজ্যের ব্যাঙ্ক বন্ধ