আর কোনো উপায় নেই! শেষমেষ এই ব্যাংকের লাইসেন্স বাতিল করল RBI

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে পারবে না ব্যাঙ্ক। চরম আর্থিক সংকটে পড়ে গিয়েছে এবার। তাই গ্রাহকদের স্বার্থে সরাসরি এই ব্যাংকের লাইসেন্সই বাতিল করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা RBI।

ঠিক কী কারণে ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে?

খবর অনুসারে, লাইসেন্স বাতিলের কারণ জানাতে গিয়ে আরবিআই বলেছে যে ঋণদাতার পর্যাপ্ত মূলধন এবং উপার্জনের সম্ভাবনা নেই। ব্যাঙ্কটি বলেছে যে তার বর্তমান আর্থিক অবস্থার কারণে বিদ্যমান আমানতকারীদের সম্পূর্ণ অর্থ ফেরত দিতে অক্ষম হবে। তিনি আরও বলেন, ব্যাঙ্কের বহাল থাকা আমানতকারীদের স্বার্থের জন্য এটা ক্ষতিকর।

কতটা বিপদে পড়বেন গ্রাহকেরা?

আরবিআই বলেছে যে, সমবায় ব্যাঙ্কের জমা দেওয়া তথ্য অনুসারে, প্রায় 99.8 শতাংশ আমানতকারী তাঁদের আমানতের সম্পূর্ণ পরিমাণ পাওয়ার অধিকারী।

কেন্দ্রীয় ব্যাঙ্ক তাই সেই গ্রাহকদের আশ্বাস দিয়ে বলেছে যে লিকুইডেশনের সময়, প্রত্যেক আমানতকারী, 5 লক্ষ টাকা পর্যন্ত নিজেদের আমানতের উপর বীমা দাবির পরিমাণ পেতে পারবেন। যদিও 13 জুন, 2024 পর্যন্ত, DICGC ইতিমধ্যেই মোট বীমাকৃত আমানতের 20. 03 কোটি টাকা পরিশোধ করেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কোন ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে?

আসলে, RBI সময়ে সময়ে সমবায় ব্যাঙ্কগুলি পর্যালোচনা করে থাকে। এর আগেও কেন্দ্রীয় ব্যাঙ্ক, অনেক সমবায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে তাদের আর্থিক অবস্থা খারাপ বা নিয়ন্ত্রণ লঙ্ঘনের কারণে।

আরো পড়ুন: বেতন ও ভাতা বেড়ে গেল, রাজ্যের এইসমস্ত কর্মচারীদের জন্য

এবার এই একই কারণের জন্য কেন্দ্রীয় ব্যাঙ্কের কোপে তেজপুর-ভিত্তিক মহাভৈরব সহকারী আরবান ব্যাঙ্ক। তার আর্থিক অবস্থার অবনতির কারণে লাইসেন্স বাতিল হয়েছে। লাইসেন্স বাতিলের পর, কো-অপারেটিভ ব্যাঙ্কটি 24 জুলাই, 2024 তারিখে ব্যবসা বন্ধ হওয়ার পর থেকে ব্যাঙ্কিং ব্যবসা বন্ধ করে দিয়েছে।

Leave a Comment