পেট্রোল ডিজেলের দাম আরও একবার সস্তা হয়ে গেলো। দেশের বেশ কয়েকটি শহরে ১০০ টাকারও নীচে নেমে গেলো পেট্রোলের দাম! গত ১৯ শে জুলাই দেশের অনেকগুলো শহরে পেট্রোল ডিজেলের দাম কমে গেছে।
রোজকার মতো গত শুক্রবার ভোর ছটায় সরকারি তেল কোম্পানীগুলি তাদের তেলের দাম প্রকাশ করে। মূলত বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর পেট্রোল ডিজেলের দামের বাড়া কমা নির্ভর করে। তা ছাড়া মালবাহী কর, মূল্য সংযোজন করের কারণেও একাধিক রাজ্যে পেট্রোল-ডিজেলের দামের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। গত ২৪ ঘন্টায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে।
বেন্ট ক্রুড অয়েলের প্রতি ব্যারেলের দাম হলো ৮৫ ডলার। আজ রাজস্থান, হরিয়ানা ও উত্তর প্রদেশে পেট্রোল ডিজেলের দামে বড় বদল ঘটে গেছে।
সরকারি তেল কোম্পানীগুলির মতে, উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে পেট্রোল ২৯ পয়সা সস্তায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ প্রতি লিটারে ৯৪.৭২ টাকায় বিক্রি হচ্ছে।
আর ডিজেলের দামও ৮১ পয়সা সস্তা হয়ে গিয়ে লিটার প্রতি ৮৭.৯১ টাকা হয়েছে। হরিয়ানার গুরুগ্রামে পেট্রোল ও ডিজেলের দাম ১৫ পয়সা বেড়ে যথাক্রমে ৯৫.০৫ টাকা ও ৮৭.৯১ টাকা হয়েছে। রাজস্থানের যোধপুরে পেট্রোলের দাম ৩৯ পয়সা বেড়েছে, পেট্রোলের দাম এখন লিটার প্রতি ১০৪.৯৮ টাকা লিটারে আর ডিজেলের দাম ৩৬ পয়সা বেড়ে হয়েছে লিটারে ৯০.৪৬ টাকা।
কলকাতায় পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম যথাক্রমে ১০৪.৯৫ ও ৯১.৭৬ টাকা আর দিল্লিতে প্রতি লিটারে পেট্রোল ও ডিজেলের দাম ৯৪.৭০ ও ৮৭.৭৯ টাকা। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম ১০০.৭৬ ও ৯২. ৩৫ টাকা আর মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম ১০৩.৪৪ ও ৮৯.৯৭ টাকা।
আরো পড়ুন: বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতার, এইভাবে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে
উল্লেখ্য, গুরুগ্রামে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম হয়েছে ৯৫.০৫ টাকা ও ৮৭.৯১ টাকা। নয়ডাতে ৯৪.৭২ টাকা ও দাম ৮৭.৮৩ টাকা আর পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম রাজস্থানে যথাক্রমে ১০৪.৯৮ টাকা ও ৯০.৪৬ টাকা।