এখন আর ২ লাখ টাকা না! এত টাকা পাবে সরকারি কর্মীরা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনিও যদি একজন চুক্তিবদ্ধ কর্মচারী হন বা আপনার পরিবারের কোনো সদস্য অনিয়মিত কর্মচারী হিসেবে কাজ করেন, তাহলে এই খবরটি শুধুমাত্র আপনার জন্য!

1 এপ্রিল থেকেই বর্ধিত হারে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা পেতে চলেছেন। এরই উপর এবার আরও সুবিধা চাপিয়েছে রাজ্য সরকার।

আসলে চুক্তি ভিত্তিক কর্মীদের জন্য দুর্দান্ত খবর রয়েছে। রাজ্য সরকার চুক্তিভিত্তিক কর্মচারীদের একটি বড় উপহার দিয়েছে, সুবিধা পাবেন হাজার হাজারেরও বেশি কর্মচারী।

পশ্চিমবঙ্গ সরকার, বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে অবসর নেওয়ার পর প্যারা-শিক্ষকদের জন্য ‘এককালীন সুবিধা’ বৃদ্ধি করা হবেই।

এক্স-এ খবর শেয়ার করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ‘সুসংবাদ! সুসংবাদ! সুসংবাদ! পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীন সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর! মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাঁদের অবসরকালে এককালীন ভাতার পরিমাণ এখনকার থেকে বাড়িয়ে 5 লক্ষ করা হলো। এই বছরের 1 এপ্রিল থেকে কার্যকর হবে এই টাকা।’

তাহলে কারা কারা পাচ্ছেন এই সুবিধা?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, নিম্নলিখিত কর্মীদের এই সুবিধা দেওয়ার জন্য স্কুল শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • প্যারা টিচার
  • অ্যাকাডেমিক সুপারভাইজার
  • চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষক
  • এস.এস.কে, এম.এস.কে-র শিক্ষাকর্মীরা
  • চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক
  • প্যারা শিক্ষক
  • আশা কর্মী
  • অঙ্গনওয়ারি কর্মী
  • অঙ্গনওয়ারি হেল্পার
  • সিভিক ভলান্টিয়ার
  • ভিলেজ পুলিশ
  • হোম গার্ড ভলান্টিয়ার
  • অক্সিলিয়ারি ফায়ার অপারেটর

আরো পড়ুন: আবারো প্রতিটি এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প, কবে কোথায় বসবে জেনে নিন

এর আগে, শিক্ষকতার সঙ্গে যুক্ত এই ধরনের সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা এককালীন অবসর ভাতা হিসাবে 2/3 লক্ষ টাকা করে পেতেন। এখন সেই টাকা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে।

60 থেকে 65 বছর বয়স হলেই অবসর নেওয়ার সময় এই সুবিধা নির্ধারিত। এই বৃদ্ধিই 2024 সালের এপ্রিল থেকে কার্যকর হবে।

Leave a Comment