রেশন কার্ড থাকলেই, সবাইকে মেসেজ করছে রাজ্যের খাদ্য দফতর, আপনি পেলেন কী চেক করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বড় ঘোষণা। রেশন নিয়মে বিরাট বদল করে বসেছেন মমতা সরকার। আমরা সবাই জানি যে রেশন কার্ড আজকের সময়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, তাই এটি তৈরি করা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এটি একটি পরিচয়পত্র হিসাবেও ব্যবহৃত হয়।

এছাড়াও, রাজ্যে চলমান বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে আমাদের রেশন কার্ডের প্রয়োজন। রেশন কার্ডের তালিকায় আপনার নাম থাকার ফলে, আপনি কম দামে রেশন কার্ডে সরকার কর্তৃক বরাদ্দকৃত খাদ্য সামগ্রীও পাবেন। আর এবার রেশন কার্ডের নিয়মেই এত বড় পরিবর্তন, গ্রাহকদের উপর কতটা প্রভাব ফেলবে? দেখে নিন।

জুলাই মাস শুরু হতেই খাদ্য দপ্তর মেসেজ পাঠাচ্ছে

পশ্চিমবঙ্গে 5 ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে। বিভিন্ন রেশন কার্ডের ধরণ অনুযায়ী, খাদ্য সামগ্রীও দেওয়া হয়। বাংলাতে যে ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, তা হল, PHH, AAY, SPHH, RKSY1, RKSY2। সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্যই এই রেশন কার্ড ধার্য করা হয়েছে।

এবার রেশন দুর্নীতির জ্বালায় নিজেদের কার্ড অনুযায়ী, ঠিক ঠাক রেশন পাচ্ছেন না অনেকেই। এই ক্ষেত্রেই গ্রাহকদের স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার। 2023 এর জুন মাস থেকেই জারি হয়েছে নিয়ম। গ্রাহকের নিবন্ধিত মোবাইল নম্বরে পৌঁছে যাচ্ছে ম্যাসেজ, নিজের কার্ড অনুযায়ী কতটা রেশন পাবেন, তা লেখা থাকছে ওই নম্বরের মেসেজেই। যা দেখে রেশন নিতে যাচ্ছেন গ্রাহক। রেশন দুর্নীতিও কমেছে।

নতুন জুলাই মাস শুরু হতেই পশ্চিমবঙ্গের খাদ্য দফতরের তরফ থেকে রাজ্যের সকল রেশন গ্রাহকদের মোবাইল নম্বরে মেসেজ পাঠানো শুরু হয়েছে। তাতে বিভিন্ন কার্ড অনুযায়ী চাল, আটা, চিনি ও অন্যান্য কী কী পাওয়া যাবে তা লেখা থাকছে।  

আরো পড়ুনঃ মোবাইল রিচার্জের খরচ তো বাড়লোই, এবার সিম পোর্ট করাও কঠিন হয়ে গেল

কীভাবে নিজের রেশন কার্ড ডাউনলোড করবেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

খাদ্য বিভাগ পশ্চিমবঙ্গ রেশন কার্ডধারীদের অনলাইনে ই রেশন কার্ড ডাউনলোড করার সুবিধা প্রদান করেছে। আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ই-কার্ড ডাউনলোড করতে পারেন। কিন্তু অধিকাংশ মানুষ ই-কার্ড ডাউনলোড করার সঠিক প্রক্রিয়া জানেন না। তাই এখানে আমরা ধাপে ধাপে সম্পূর্ণ তথ্য দিচ্ছি।

1) পশ্চিমবঙ্গের ই-রেশন কার্ড ডাউনলোড করতে আপনাকে খাদ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য গুগল সার্চ বক্সে wbpds.wb.gov.in লিখে সার্চ করুন।

2) পশ্চিমবঙ্গের ওয়েবসাইট খোলার পরে, রেশন কার্ড সম্পর্কিত বিভিন্ন পরিষেবার একটি তালিকা স্ক্রিনে উপস্থিত হবে। এখানে মেনুতে E-CITIZEN নির্বাচন করুন। এর পর ডাউনলোড ই-কার্ড অপশন সিলেক্ট করুন।

3) এখন রেশন কার্ড ডাউনলোড করার পেজ খুলবে। প্রথমে এখানে আপনার রেশন কার্ড নম্বর লিখুন। তারপর আপনার রেশন কার্ডের ধরন নির্বাচন করুন। উভয় বিবরণ পূরণ করার পরে, ডাউনলোড বোতাম নির্বাচন করুন।

4) এইভাবেই, পশ্চিমবঙ্গ রেশন কার্ড PDF এ ডাউনলোড হবে। আপনার ই-রেশন কার্ড প্রিন্ট করে রাখা উচিত। এর মাধ্যমে আপনি সরকারি রেশন দোকান থেকে রেশন পেতে পারেন।

Leave a Comment