২৬ জুন থেকে নতুন নিয়ম লাগু! Jio, Airtel সবকিছুই এইভাবে নিয়ন্ত্রণ করবে সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে, তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, ক্ষমতায় আসার পর নানান রকম জনহিতকর প্রকল্প তারা লাঘু করে চলেছেন প্রতি মুহূর্তে। সম্প্রতি টেলিকম কোম্পানিগুলিকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

সম্প্রতি এমন একটি নিয়ম লাগু হতে চলেছে যে নিয়মে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার মনে করলে আপদকালীন পরিস্থিতিতে জিও, ভিআই এয়ারটেলের মত সমস্ত টেলিকমিউনিকেশন সার্ভিসকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারে। 

সম্প্রতি কেন্দ্রীয় সরকার চালু করছেন টেলিকমিউনিকেশন অ্যাক্ট ২০২৩। আগামী ২৬ শে জুন থেকে এই নতুন টেলিকমিউনিকেশন অ্যাক্ট ২০২৩ চালু হচ্ছে, এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সরকার।

গত শুক্রবার কেন্দ্রীয় সরকার এই টেলিকমিউনিকেশন অ্যাক্ট কার্যকরী করে ফেলেছে। গেজেটের নোটিফিকেশন অনুযায়ী বলা হচ্ছে যে, কেন্দ্রীয় সরকার ২৬ শে জুন এই আইনের ১,২,১০ থেকে ৩০, ৪২-৪৪,‌ ৪৬, ৪৭, ৫০-৫৮,৬১ ও ৬২ নম্বর ধারা কার্যকরী করবে।

উল্লেখ্য এর আগে টেলিকম কোম্পানির এই  ইন্ডিয়ান টেলিগ্রাম অ্যাক্ট ১৮৫৫ ও ওয়ারলেস টেলিগ্রাফি অ্যাক্ট ১৯৩৩ চালু ছিলো। তাহলে প্রশ্ন উঠতেই পারে এই নতুন অ্যাক্ট কেন চালু করা হলো বা এর লক্ষ কী?

এই নতুন টেলিকম আইনের আসল লক্ষ্যই হলো গ্রাহকদের সুরক্ষা সুনিশ্চিত করা। এ ছাড়া দেশ জুড়ে চলা অপরাধ ও পাবলিক অর্ডার কমানোর জন্য সরকার প্রয়োজনে যে কোনো টেলিকম সার্ভিসকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারে।

আরো পড়ুন: এই ৭ টি নম্বর থেকে কল এলেই সাবধান! ফাঁকা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সতর্ক করল লালবাজার

এই আইনের ফলে এইবার থেকে যদি কোন টেলিকম কোম্পানি টেলি কমিউনিকেশন নেটওয়ার্ক চালু করতে চায় তাহলে তাদেরকে সরকারের অনুমোদন নিতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আগামী দিনে এই আইন চালু হলে ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ডকে ডিজিটাল ভারত নিধি বলে উল্লেখ করা হবে। গবেষণা করার পাশাপাশি এই অর্থে বিভিন্ন রকম পাইলট প্রজেক্টের কাজ করা শুরু হবে।

Leave a Comment