কৃষক বন্ধুর টাকা ঢুকল কিনা এইভাবে চেক করুন, না ঢুকলে এই নম্বরে কল করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সময়ে সময়ে কৃষকদের আর্থিক সুবিধা প্রদানের লক্ষ্যে বড় পদক্ষেপ করেছে রাজ্য সরকার। দেওয়া হচ্ছে 4,000-10,000 টাকা পর্যন্ত। জানা গিয়েছে যে, খুব শীঘ্রই টাকা রিলিজ করবে নবান্ন। তার আগে জেনে নিন কৃষক বন্ধুর বর্তমান স্ট্যাটাস, টাকা পাবেন কিনা বা কত টাকা পাবেন, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য।

কৃষক বন্ধুর টাকা ঢুকছে কিনা জানবেন কীভাবে?

আগে কয়েকটি প্রয়োজনীয় নথি হাতের কাছে সংগ্রহ করে নিন, যেমন:-

1) ভোটার আইডি নম্বর

2) মোবাইল নম্বর

3) আবেদন নম্বর (যদি প্রযোজ্য হয়)

এবার কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করুন নিম্নলিখিত উপায়ে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1) প্রথমেই কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে (https://krishakbandhu.net) যেতে হবে।

2) আপনার নিবন্ধিত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে লগ ইন করুন।

3) এই প্রথম এই ওয়েবসাইটে আসলে, আপনাকে তাহলে নিজের বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

4) যাইহোক, লগইন করে ‘Beneficiary List’ বা ‘Status Check’ অপশনে আপনার ভোটার আইডি নম্বর এবং অন্যান্য যা যা প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে, সব নির্ভুলভাবে প্রদান করুন।

5) এবার আপনার স্ক্রিনের সামনে ভেসে উঠবে আপনার স্ট্যাটাস। আপনার আবেদন অনুমোদন করা হয়েছে কিনা, আপনি টাকা পাবেন কিনা, বা টাকা আদৌ পেয়ে গিয়েছেন কিনা, অর্থ প্রদানের তারিখ কবে, এই সমস্ত প্রাসঙ্গিক তথ্য পেয়ে যাবেন।

এবার কৃষক বন্ধুতে কত টাকা পাবেন?

1) 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে, সেই কৃষক প্রতি একর বছরে ₹10,000/- টাকা পাবেন।

2) 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে, সেই কৃষক প্রতি একর বছরে ₹4,000/- টাকা পাবেন।

3) এই প্রকল্পের অধীনে দুটি সমান কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হবে, প্রথমটি খরিফের সময় এবং দ্বিতীয়টি প্রতি বছর রবি মৌসুমে।

4) 18 – 60 বছর বয়সী একজন কৃষক কিংবা রেকর্ড করা ভাগচাষী মারা গেলে, মৃতের আইনি উত্তরাধিকারীরা ₹2,00,000/- টাকার এককালীন অনুদান পাবেন।

আরো পড়ুন: ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ তো পাবেনই, সেইসাথে ১৮,০০০ টাকার ভর্তুকি! এইভাবে সুযোগ কাজে লাগান

কৃষক বন্ধু হেল্পডেস্ক

সরকারের এই প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে বা আবেদনের ক্ষেত্রে কোনও রকম অসুবিধার সম্মুখীন হলের নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে সরাসরি সাহায্য নিন। এর পাশাপাশি নিম্নলিখিত নম্বরে ফোন করেও নিজের অসুবিধার কথা জানাতে পারেন।

কৃষক বন্ধু হেল্পলাইন নম্বর: 1800-103-7010।

Leave a Comment