Yuvasree New List: যুবশ্রীর নতুন লিস্ট বের হলো, এখানে নাম থাকলেই মাসে ২৫০০ টাকা পাবেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা প্রকাশিত হলো। যুবশ্রী প্রকল্প অনুসারে, এই লিষ্টে নাম থাকলে ২৫০০ টাকা করে অনুদান দেওয়া হবে। যার মাধ্যমে রাজ্যের যুবকরা নিজেদের জন্য নতুন নতুন শিল্প গড়ে তুলতে পারবেন। এমএসএমই বিভাগ এই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে। এর আওতায় সরকার যুবশ্রী প্রকল্প চালু করেছে।

ইতিমধ্যেই, যাঁরা যাঁরা আবেদন করেছিলেন, এই প্রকল্পের জন্য, তাঁদের জন্য একটি নামের তালিকাও প্রকাশ করা হয়েছে। আপনি চাইলে ঘরে বসেই দেখে নিতে পারবেন যে ওই তালিকায় আপনার নাম আছে কিনা। যদি আবেদন না করে থাকেন, আবেদনও করতে পারবেন। সবই বলে দিচ্ছে কাজের সুবিধা।

যুবশ্রী তালিকায় আপনার নাম দেখবেন কীভাবে?

1) প্রথমে আবেদনকারীকে যুবশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

2) এর পরে আপনাকে আপনার জবসিকার আইডি দিয়ে লগইন করতে হবে।

3) এবার আবেদনকারীকে সিকিউরিটি কোড লিখে Submit এ ক্লিক করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

4) আপনি সাবমিট এ ক্লিক করার সাথে সাথে আপনি পরবর্তী পেজে WB যুবশ্রী নতুন তালিকা পাবেন।

5) সেই তালিকায় আপনার নাম থাকলে দেখতে পাবেন।

যুবশ্রী তালিকায় নাম থাকলে কী করতে হবে?

1) 11 জুন থেকে 7 জুলাইয়ের মধ্যে Annexure I ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Submit করতে হবে।

2) আপনার যুবশ্রী আইডি এবং পাসওয়ার্ড -এর মাধ্যমে ওয়েবসাইটে লগইন করে ফর্ম পূরণ করতে হবে।

3) সব শেষে Annexure I ফর্মটির একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন।

4) তারপর Annexure II -এর ফর্ম এবং ব্যাঙ্কের পাসবুকের প্রথম পেজের জেরক্স এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করুন।

5) সব ঠিক থাকলে আপনার নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল লিস্টে যাবে পরবর্তীতে আপনি মাসে মাসে ২৫০০ টাকা করে পাবেন।

পশ্চিমবঙ্গ যুবশ্রী প্রকল্পে আবেদন করবেন কীভাবে?

1) প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের bankwb.gov.in ওয়েবসাইটে ক্লিক করতে হবে।

2) আপনি যদি পোর্টালে নতুন হন তবে আপনাকে প্রথমে নিবন্ধন করতে হবে।

3) এর পর আপনি পোর্টালে লগইন করতে পারবেন।

4) অবশেষে, আপনি যুবশ্রী পোর্টালে আপনার আবেদন সম্পর্কে তথ্য পেতে পারেন।

যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

1) আবেদনকারীর ঠিকানার প্রমাণ (বৈধ পাসপোর্ট, ইউটিলিটি বিল, সম্পত্তি ট্যাক্স বিল ইত্যাদি)।

2) পরিচয় প্রমাণ (প্যান কার্ড আধার কার্ড ইত্যাদি)।

3) উচ্চ মাধ্যমিকের মার্কশিটের কপি।

4) কলেজ পাশ করা থাকলে ডিগ্রীর সার্টিফিকেট।

5) অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট।

6) দু’টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

7) ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।

আরো পড়ুনঃ জমি থাকলেই ১৪,৭০০ টাকা দেবে মোদী সরকার! করতে হবে ছোট্ট এই কাজ

যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবে?

1) প্রথমত, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হতে হবে।

2) রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনে তার কোনও আর্থিক সহায়তা বা ঋণ নিলে হবে না।

3) আবেদনকারীর কাছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কারিগরি ডিগ্রি থাকতে হবে।

4) নিজের কাছে কোনও নতুন ব্যবসায়িক ধারণা এবং স্টার্টআপ পরিকল্পনা থাকা উচিত।

যুবশ্রী লিস্টঃ ডাউনলোড

যুবশ্রী অফিসিয়াল ওয়েবসাইট: Visit Now

Leave a Comment