রাজ্যকে ১০,৫১৩ কোটি টাকা দিল কেন্দ্র সরকার! কী কাজে লাগবে এই টাকা?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

4 জুন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। তৃতীয়বার ক্ষমতায় এসেই কলম হাতে দরাজ মোদী সরকার। পশ্চিমবঙ্গের উন্নয়নে লক্ষ্য মোদীর। রাজ্যের মূলধন ব্যয়কে ত্বরান্বিত করতে মমতা ব্যানার্জির দিকে সাহায্যের হাত বাড়ালেন প্রধানমন্ত্রী। রাজ্যের জন্য বরাদ্দ হল 1o,000 কোটি টাকারও বেশি।

সোমবার, জুনের জন্য দেশের রাজ্যগুলিকে কর বাবদ রাজস্ব খাতে 1,39,750 কোটি টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 2024 সালের জুন মাসের জন্য বরাদ্দ পরিমাণ নিয়মিত প্রকাশের পাশাপাশি, একটি অতিরিক্ত কিস্তিও প্রকাশ করা হবে, এবার সেই পথেই হাঁটল সরকার। অর্থ মন্ত্রক এক বিবৃতিতে এমনই বলেছে।

বর্তমানে, কেন্দ্র কর্তৃক সংগৃহীত করের 41 শতাংশ একটি অর্থবছরে রাজ্যগুলির মধ্যে 14টি কিস্তিতে দেওয়া হয়। অন্তর্বর্তী বাজেট 2024-25-এ রাজ্যগুলিতে কর হস্তান্তরের জন্য 12,19,783 কোটি টাকার বিধান দেওয়া ছিল। সেই বিধান মেনেই 10 জুন, 2024 পর্যন্ত রাজ্যগুলিকে আরও, 2024-25 অর্থবছরের জন্য, মোট 2,79,500 কোটি টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

কোন রাজ্য কত টাকা পেয়েছে?

অর্থমন্ত্রকের তালিকা অনুযায়ী-

(1) উত্তরপ্রদেশ পেয়েছে, 25 হাজার 69 কোটি টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

(2) বিহার পেয়েছে 14056.12 কোটি টাকা।

(3) মধ্যপ্রদেশ পেয়েছে 10970.44 কোটি টাকা।

(4) মহারাষ্ট্র পেয়েছে 8828.08 কোটি টাকা।

(5) রাজস্থান পেয়েছে 8421.38 কোটি টাকা।

(6) অন্ধ্র প্রদেশ পেয়েছে 5655.72 কোটি টাকা।

(7) ওড়িশা পেয়েছে 6327.92 কোটি টাকা।

আরো পড়ুনঃ যুবশ্রীর নতুন লিস্ট বের হলো, এখানে নাম থাকলেই মাসে ২৫০০ টাকা পাবেন

পশ্চিমবঙ্গ রাজ্য কত টাকা পেয়েছে?

রাজ্যের প্রাপ্য টাকা ফিরিয়ে দিয়েছে কেন্দ্র। তৃতীয়বার ক্ষমতায় এসেই মোদী সরকার কর বাবদ রাজস্ব খাতে রাজ্যগুলির জন্য মোট 1 লক্ষ 39 হাজার 750 কোটি টাকা বরাদ্দ করার পাশাপাশি, পশ্চিমবঙ্গকে দিয়েছে 10513.46 কোটি টাকা। রাজ্যের উন্নয়নে নতুন এই বরাদ্দকৃত টাকা পেয়ে খুশি ওয়াকিবহাল মহল। এই টাকা মূলত রাজ্যের ডিভলিউশন এর কাজের ব্যবহার করা হবে। 

Leave a Comment