২৫,০০০ চাকরি বাতিলের পরেও সুখবর! পুরষ্কার পাবেন রাজ্যের এইসব শিক্ষকেরা, জারি হয়েছে বিজ্ঞপ্তি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষক নিয়োগ দুর্নীতির টানাপোড়েনের মাঝেই বড় পদক্ষেপ রাজ্য সরকারের। পড়ুয়াদের ভবিষ্যত গড়তে অনন্য অবদান রাখেন শিক্ষকেরা। তাই এবার ভোট মিটতেই শিক্ষকদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা কমিশন। সম্প্রতি, বিজ্ঞপ্তি জারি করে কমিশন ‘শিক্ষারত্ন’ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। কারা পাবেন এই পুরস্কার? কবে দেওয়া হবে? কোথায় গেলেই বা পাওয়া যাবে পুরস্কার।

কারা পাবেন এই বিশেষ পুরস্কার?

পুরস্কারটি পেতে চাইলে শিক্ষকদের অনলাইনে আবেদন করতে হবে। কারা কারা আবেদন করলে এই পুরস্কার পাবেন? তা জানতে হলে পড়ুন।

1) রাজ্যের সমস্ত সরকারি স্কুলের সহকারি শিক্ষক শিক্ষিকারা আবেদন করতে পারবেন।

2) স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকারা আবেদন করতে পারবেন।

কারা পাবেন না এই বিশেষ পুরস্কার?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1) গত বছর যে শিক্ষক শিক্ষিকারা শিক্ষারত্ন সন্মান পেয়েছেন, তাঁরা আর এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন না।

2) অবসর প্রাপ্ত কোনও শিক্ষাকর্মীও আবেদন করতে পারবেন না।

পুরস্কারের জন্য কীভাবে আবেদন করতে হবে?

10 জুন থেকে আবেদন শুরু হয়েছে। চলবে 28 জুন পর্যন্ত। আবেদনের পদ্ধতি রইল নিম্নলিখিত- 

1) যে শিক্ষকরা এই পুরস্কার পেতে চান, ‘www.wbdse.com’ এই ওয়েবসাইটে আবেদন করতে হবে।

2) আবেদন পত্রের সঙ্গে নিম্নলিখিত নথি আপলোড করতে হবে।

3) অভিজ্ঞতা সার্টফিকেট সহ একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, চাইলে আরও কিছু নথি আপলোড করতে হতে পারে।

আরো পড়ুনঃ ৫০০০ করে ২ বার টাকা দেবে সরকার, এই প্রকল্পে আবেদন করলেই

উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও এমন বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছিলেন মমতা সরকার। 2023 সালেই মোট 153 জন শিক্ষক ‘শিক্ষারত্ন’ পুরস্কার পেয়েছিলেন। তাঁদের মধ্যে 12 জন কলেজের প্রফেসর, 25 জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, আরও 15 জন প্রাথমিক স্কুলের শিক্ষক অন্তর্ভুক্ত ছিলেন। 

প্রসঙ্গত, এদিকে চাকরি বাতিল প্রসঙ্গে সরগরম রাজ্য। এরই মাঝে নবান্নের শিক্ষারত্ন পুরস্কারের উদ্যোগ কতটা মনে ধরল শিক্ষকদের!

Leave a Comment