সোমবার, রাজ্যে স্কুলের গ্রীষ্মকালীন ছুটি শেষ হয়েছে। প্রকৃতপক্ষে, বাংলায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং নির্বাচনের পরে সহিংসতার পরিস্থিতি যাতে তৈরি না হয় তা নিশ্চিত করার জন্য, নির্বাচন কমিশন সম্প্রতি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর 400 টি কোম্পানিকে 19 জুন পর্যন্ত মোতায়েন রাখার বিজ্ঞপ্তি জারি করেছিল। আগে এই মেয়াদ ছিল 5 জুন পর্যন্ত। কিন্তু এই বার তা বাড়ানো হয়েছিল।
রাজ্যের বিভিন্ন স্কুলে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ছিলেন। তবে এই সপ্তাহ থেকেই রাজ্যের সমস্ত স্কুলে পড়াশোনা স্বাভাবিকভাবে শুরু হতে চলেছে। তারই মাঝে আবার ঘোষণা হয়ে গেল ছুটি।
প্রশাসনিক কাজের বোঝা আবার সরকারের অধীনে চলে এসেছে। এমন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়েন করা প্রায় 30 হাজার কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের আবাসনের ব্যবস্থা প্রশাসনের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
যাই হোক, এদিকে স্কুল খুলে ফের ছুটি পড়ে যাওয়ার হিসাবটা মেলাতে পারছেন না। কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে নেওয়ার পরও কেন ছুটি দেওয়া হচ্ছে? আবার কবে খুলবে স্কুল?
আবার স্কুল ছুটি কেন?
10 জুন তারিখে স্কুল খুললেও পঠনপাঠন শুরু হওয়ার কথা ছিল দুই দিন পর থেকে। এবার সেই দুই দিন পরেই ফের ছুটি ঘোষণা করে বসেছে পশ্চিমবঙ্গ সরকার। বাঙালির 12 মাসে 13 পার্বণের এক পার্বণ পড়েছে আগামী বুধবার 12 জুন। এদিন জামাই ষষ্ঠী। এদিনই ছুটি ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন: ৫ হাজার, ১০ হাজার টাকার সুবিধা পাবেন! জন ধন অ্যাকাউন্ট না থাকলে খুলে নিন
কবে খুলবে স্কুল?
12 জুন জামাই ষষ্ঠী উপলক্ষে হাফ ডে ছুটি ঘোষণা করা হয়েছে। 13 তারিখে আবার স্কুলে যথারীতি নিয়মে পঠন পাঠন শুরু হবে। তবে, শুধু স্কুলই নয়। স্কুলের পাশাপাশি ছুটি থাকবে, কলেজ, অফিস, আদালতও।
এই প্রসঙ্গে অর্থ মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত নির্দেশিকা অনুসারে, আগামী 12 জুন 2024 তারিখে রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠান ও বিদ্যালয়গুলি দুপুর 2টোর পর থেকে বন্ধ থাকবে।