লোকসভা ভোটের রেজাল্টের পর সরকারি কর্মচারীদের জন্য দু’টি সুখবর আসতে চলেছে। এবার কার্যকর করা হবে অষ্টম বেতন কমিশন। আরও বাড়ানো হবে মহার্ঘ ভাতাও। সরকারি কর্মচারীরা এর কারনে কীভাবে উপকৃত হবে, এই বিষয়ে আজকের প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে।
কবে হবে অষ্টম বেতন কমিশন গঠন?
প্রতি 10 বছর অন্তর বেতন কমিশন গঠিত হয়। সপ্তম বেতন কমিশন 1 জানুয়ারী, 2016 থেকে কার্যকর হয়েছিল এবং 2013 সাল থেকে এর প্রস্তুতি শুরু হয়েছিল। 25 সেপ্টেম্বর 2013 সালে সপ্তম বেতন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল।
এই বেতন কমিশনে এখন প্রায় 54% পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি দেখা যেতে পারে। এর সময়সীমা শেষ হবে 2025 সালের 31 ডিসেম্বর। আর এদিকে 2026 এ অষ্টম বেতন কমিশন কার্যকর করার কথা। তাই আশা করা হচ্ছে যে ভোটপর্বের ফলাফল আসার সঙ্গেই সঙ্গে অষ্টম বেতন কমিশন নিয়ে কথা তুলতে পারে সরকার।
কিন্তু খবর বলছে, 8 তম বেতন কমিশনের প্রস্তাব করা হলেও এখন পর্যন্ত এই বিষয়ে একটি কমিটি গঠন করা হয়নি। আর 2026 সালে বেতন কমিশনের সুবিধা দেওয়ার উদ্দেশ্য থাকলে এতক্ষণে কমিটি গঠন করা হয়ে যেত, কারণ এর প্রস্তুতি অনেক আগেই করতে হবে। সরকারও এই বিষয়ে কোনও কথা বলছে না। তাহলে অষ্টম বেতন কমিশন কার্যকর করা হবে না।
অষ্টম বেতন কমিশন নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?
যদিও, কেন্দ্রীয় সরকারের প্রাক্তন আমলা এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা মনে করেন যে অষ্টম বেতন কমিশন নিয়ে সংসদে সরকার যে বিবৃতি দিয়েছে তা একটি প্রযুক্তিগত বক্তব্য মাত্র। এ থেকে অনুমান করা যায় না যে সরকার 8 তম বেতন কমিশনের পরিবর্তে কোনও নতুন ফর্মুলা বিবেচনা করছে।
কারণ 1 জানুয়ারী, 2026 থেকে অবশ্যই কার্যকর হতে চলেছে অষ্টম বেতন কমিশন, যার প্রস্তুতির জন্য এখনও অনেক সময় বাকি রয়েছে। বিশেষজ্ঞরা আরও বিশ্বাস করেন যে সরকার 2024 সালের শেষ নাগাদ অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করতে পারে।
আরো পড়ুন: জুন মাস তো শুরু হলো! লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত তারিখে ঢুকবে? এইভাবে চেক করুন
কত শতাংশ মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধি হবে?
জুন মাসের শেষের দিকে 8 শতাংশ বৃদ্ধি করে মোট 54% মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে কর্মীদের। বেতনের সঙ্গেই অতিরিক্তভাবে ব্যাঙ্কে ঢুকবে টাকা। সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুসারে, ডিএ বছরে দু’বার, জানুয়ারী ও জুলাই মাসে কার্যকর করা হয়। আর এবার আরও 4% DA ঘোষণা হলে, তা হয়ত 1 জুলাই কার্যকর করা হতে পারে।