ভারতীয় নাগরিকদের কাছে সবচেয়ে নিরাপদ অর্থ সঞ্চয় ও বিনিয়োগের জায়গা হল সরকারি ব্যাঙ্ক এবং পোস্ট অফিস। এই সকল জায়গায় ফিক্সড ডিপোজিট ছাড়াও আরও নানান প্রকল্পে অর্থ রাখা যায়। যা নির্দিষ্ট সময়ে পর আপনাকে সুদসহ আসল অর্থ ফেরত দেয়। তবে ভারতবাসীর মনের মনিকোঠায় আলাদা জায়গা করে নিয়েছে LIC.
অর্থ বিনিয়োগ এবং দুর্ঘটনা ঘটলে বিমা প্রদানের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত এলআইসি-র বিশ্বাসযোগ্যতা অপরিসীম। শুধু ভারতের সর্ববৃহৎ বিমা সংস্থা হিসেবেই নয়, এলআইসি ভারতীয় অর্থনীতির অন্যতম মেরুদন্ড হয়ে উঠেছে। কিন্তু আমজনতার মধ্যে একটা কৌতুহল আছে, প্রিমিয়ামের টাকা নিয়ে LIC কোথায় খাটায়? কীভাবে তারা সুদ সহ বছর বছর গ্রাহকদের বিপুল পরিমাণ টাকা ফেরত দিয়ে চলেছে?
দেখুন এক্ষেত্রে আর পাঁচটা বিমা সংস্থা যা করে এলআইসি তেমনটাই করে থাকে। তবে তাদের কার্যপ্রণালী অনেক বেশি বিস্তৃত এবং তুলনায় কম ঝুঁকিপূর্ণ। ভারত সরকার সহ বিশ্বজুড়ে অন্যান্য দেশের সরকারের বন্ড বা ঋণপত্র বিপুল মাত্রায় কিনে থাকে এলআইসি।
প্রিমিয়াম হিসেবে পাওয়া অর্থের প্রায় ৬০ শতাংশ এই ক্ষেত্রে বিনিয়োগ করে তারা। এছাড়াও তারা বিভিন্ন বহুজাতিক সংস্থার শেয়ার কেনার মাধ্যমে বিনিয়োগ করে থাকে। ফলে সংস্থাগুলোর শেয়ার দর বাড়লে এলআইসির বিনিয়োগ করা অর্থের পরিমাণ বাড়তে থাকে।
তাছাড়া ভারত সরকারকে প্রয়োজনে অর্থ ধার দেয় এলআইসি (LIC)। বিভিন্ন পরিকাঠামো প্রকল্পে তারা অর্থ বিনিয়োগের মাধ্যমে মূলধনী লাভ করে থাকে। এছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন মিউচুয়াল ফান্ড প্রকল্পে অর্থ বিনিয়োগ করে এলআইসি।
আরো পড়ুনঃ কেন্দ্র ও রাজ্যের ওবিসি লিস্ট ২০২৪, কারা থাকল ও কারা বাদ গেল দেখুন
তবে মাথায় রাখবেন আমার-আপনার অর্থ বিনিয়োগের ধরণের থেকে এলআইসির অর্থ বিনিয়োগের ধরণ অনেকটাই আলাদা। তারা যেখানে অর্থ বিনিয়োগ করে তা কয়েক হাজার কোটি বা কয়েক লক্ষ কোটি টাকা হয়ে থাকে। সেইসঙ্গে অতিরিক্ত লাভের আশায় ঝুঁকিপূর্ণ জায়গায় অর্থ বিনিয়োগ করাটা এলআইসি মূলত এড়িয়ে চলে।
এছাড়া এলআইসি IDBI Bank-এর সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। ভারতের আদানি গোষ্ঠী সহ বহু বহুজাতিক সংস্থার অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ হোল্ডার হল এলআইসি। ফলে এই সকল সংস্থা লাভ করলে বছরের শেষে যখন ডিভিডেন্ট দেয় তখন সেই অর্থ এলআইসির কোষাগারে জমা পড়ে।
এলআইসি এতটাই লাভ করে যে প্রতিবছর ভারত সরকারের অন্যান্য নিয়ন্ত্রণাধীন সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বেশি লভ্যাংশ তারাই সরকারকে প্রদান করে থাকে।
আরো পড়ুনঃ সরকারি কর্মীদের অধিকার ফিরিয়ে দিল আদালত, মুখ পুড়ল রাজ্য সরকারের
আর্থিক বিশেষজ্ঞরা বলে থাকেন, এলআইসি যদি কোনওদিন ডুবে যায় তবে ভারতের অর্থনীতির সম্পূর্ণ ভেঙে পড়বে। যদিও বিভিন্ন রেটিং সংস্থার তথ্য বলছে, Life Insurance Corporation of India বা এলআইসি-র ডুবে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই।