সময় থাকতে বারবার সাবধান করলেও অনেকে তাতে কান দেননি। ফলে এই মে মাস থেকেই অনেকের রেশন কার্ড বাতিল হয়ে যেতে শুরু করেছে। বিষয়টি ঠিক করে নেওয়ার আর সময় বা সুযোগ কিছুই অবশিষ্ট নেই। ফলে জেনে নিন রেশন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কাদের কাদের রেশন কার্ড বাতিল হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এই মুহূর্তে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে পাঁচ কেজি করে চাল রেশনে বিনামূল্যে পাচ্ছেন গ্রাহকরা। আগামী ২০২৯ সাল পর্যন্ত এই সুবিধা বজায় থাকবে বলে আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু মে মাস থেকেই রাজ্য তথা দেশের লক্ষ লক্ষ গ্রাহক’কে রেশন দেওয়া বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কারণ তাঁদের রেশন কার্ড বাতিল করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রকের তরফ থেকে এসে পৌঁছেছে প্রতিটি রেশন ডিলারের কাছে।
করোনার সময় থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের সাধারণ মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দিয়ে আসছে কেন্দ্র। লকডাউন উঠে গিয়ে সব কিছু স্বাভাবিক হয়ে গেলেও দেশের মানুষের আর্থিক পরিস্থিতি কথা বিবেচনা করে এই প্রকল্প বজায় রাখা হয়েছে। এটা যদি স্বস্তির দিক হয় তবে অস্বস্তিও কম নেই।
আরো পড়ুনঃ মা-বোনেরা 8,500 টাকা প্রতি মাসে পাবেন! কবে থেকে শুরু হবে জেনে রাখুন
ইতিমধ্যেই রেশন কার্ড ডিজিটাইজ করার মাধ্যমে বহু গ্রাহকের নাম তালিকা থেকে বাদ পড়েছে। কারণ ডিজিটাল রেশন কার্ড করতে গিয়ে তার সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা হয়। আর তাতেই দেখা যায় দেশে কোটি কোটি ভুয়ো রেশন কার্ড আছে। সেগুলো ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। শুধু পশ্চিমবঙ্গেই প্রায় দুই কোটি ভুয়ো রেশন কার্ড বাদ দেওয়া হয়।
তবে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকার মাধ্যমে ফের বহু রেশন গ্রাহকের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রক প্রতিটি রাজ্যকে চিঠি লিখে জানিয়েছে, যে সমস্ত গ্রাহকরা গত ৬ মাস বা তার বেশি সময় ধরে ডিলারের কাছ থেকে রেশন সংগ্রহ করেননি তাঁদের নাম এবার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
এই নিয়মের কারণ হল, যাদের প্রয়োজন নেই তাঁদের নাম রেশন ব্যবস্থা থেকে ছেঁটে ফেলা। কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন ব্যবস্থার মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহ করলেও তা কেবলমাত্র দরিদ্র এবং যাদের প্রয়োজন তাঁদেরকেই দিতে চায়। যাদের দরকার নেই তাঁদেরকে এই তালিকা থেকে বাদ দিতে চায় মোদি সরকার।
আরো পড়ুনঃ ভালোই আনন্দে ছিল সরকারি কর্মীরা, কিন্তু সরকারের এই নোটিশে আনন্দ মাটি হয়ে গেল
তাই যারা ৬ মাসেরও বেশি সময় ধরে টানা রেশন থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন না তাঁদের আসলে দরকার নেই বলে মনে করছে কেন্দ্র। সেই কারণেই সরকারি অর্থ নয়ছয় হওয়া ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশিকা মে মাস থেকে কার্যকরী করা শুরু হয়েছে। ফলে আগামী আর কিছুদিনের মধ্যেই লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যাবে বলে অনেকের আশঙ্কা।