কে প্রবীণ নাগরিক সেটা সহজে চিহ্নিত করার জন্য সিনিয়র সিটিজেন কার্ড (Senior Citizen Card) প্রচলন করেছে সরকার। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই পদক্ষেপ আগেই নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্যে প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেন কার্ড দেওয়া হয়েছে। সেই সুবিধা এবার বাংলাতেও।
যদিও পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য সুবিধা থাকলেও সরকারিভাবে সিনিয়র সিটিজেন কার্ড দেওয়ার উদ্যোগ এখনও পর্যন্ত নেওয়া হয়নি। তবে কলকাতা পুলিশ এই প্রবীণ নাগরিকদের নিয়ে ‘প্রণাম’ নামে একটি বিশেষ সুরক্ষা উদ্যোগ চালায়। সেখানে অংশ নেওয়া প্রবীণ নাগরিকদের এমনই একটি বিশেষ কার্ড দেওয়া হয়।
বয়স ৬০ বছর হয়ে গেলেই Senior Citizen বা প্রবীণ নাগরিক হিসেবে বিবেচিত হন। এই ৬০ বছর বয়স মানেই শুধুমাত্র কর্মজীবন থেকে অবসর তা নয়। আরও অনেক কিছু ঘটে থাকে প্রবীণ নাগরিকদের জীবনে। স্বাভাবিকভাবেই শারীরিকভাবে একটু কম সক্ষম থাকেন, চাইলেও বেশি কাজ করতে পারেন না।
আর্থিক সক্ষমতাও গড়পরতা ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের অনেকটা কমে যায়। এই প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনদের নিরাপত্তা দিতে সরকারের নানান সামাজিক প্রকল্প ও সুবিধা আছে। কিন্তু তাঁদের কথা ভেবে এবার নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ।
এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে বিডিওদের উদ্যোগে প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেন কার্ড দেওয়া হচ্ছে। এর ফলে প্রবীণ নাগরিকদের জন্য নির্ধারিত প্রকল্পের সুবিধা প্রদানে প্রশাসনের সুবিধা হয়। তবে বাংলায় এখনও সরকারি উদ্যোগে সিনিয়র সিটিজেন কার্ড দেওয়ার মত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
আরো পড়ুনঃ মাসে ইনকাম হবে ২৫,০০০ টাকা! পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দিচ্ছে কাজের এই সুযোগ
সিনিয়র সিটিজেন কার্ড থাকলে কী কী সুবিধা পাওয়া যায়?
(1) Senior Citizen Card প্রবীণ নাগরিক হিসেবে ট্রেন, বাস ইত্যাদি গণপরিবহণের টিকিটে যে অতিরিক্ত ছাড় পাওয়া যায়, তার সুবিধা সহজে পাইয়ে দেয়।
(2) এই কার্ড থাকলে প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট করে চালু হওয়া সরকারের সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়টি সহজ হয়ে যায়।
(3) এই কার্ড থাকলে ব্যাঙ্কে স্থায়ী আমানতে অতিরিক্ত সুদ পাওয়ার বিষয়টি সহজ হয়ে যায়।
(4) এই কার্ড থাকলে স্থানীয় পুলিশ-প্রশাসন প্রবীণ নাগরিকদের নিরাপত্তার বিষয়টি আরও সহজে সুনিশ্চিত করতে পারে।
(5) এই কার্ড থাকলে সরকারি হাসপাতালে চিকিৎসা খরচের উপর অতিরিক্ত ছাড় দেওয়া হয় এবং অগ্রাধিকার দেওয়া হয়।
(6) বৃদ্ধাশ্রমের সুবিধা নেওয়ার ক্ষেত্রে Senior Citizen Card অনেক সাহায্য করে।
আরো পড়ুনঃ Flipkart, অ্যামাজন থেকে অর্ডার করেন? সরকারের নতুন এই নিয়মে সবারই লাভ হবে
সিনিয়র সিটিজেন কার্ড করতে কী কী ডকুমেন্ট লাগবে?
(1) বয়সের শংসাপত্র
(2) ঠিকানার শংসাপত্র
(3) রক্ত পরীক্ষার মাধ্যমে বয়স যাচাইয়ের প্রমাণপত্র জমা দিতে হয়।