শিশুদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ১১ বছর আগে অর্থাৎ ২০১৩ সালে ‘জাতীয় শিশু স্বাস্থ্য কর্মসূচি’ শুরু করেছিল। একই বছর রাজ্য সরকার ‘শিশু সাথী’ প্রকল্প (Sishu Sathi Scheme) শুরু করে। যে সমস্ত শিশুদের হৃদযন্ত্রের অস্ত্রোপচারের প্রয়োজন, পিতামাতা যতই ধনী বা দরিদ্র হোক না কেন, তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য এই প্রকল্প সেরা।
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এই প্রকল্পের ব্যয়ের 60 শতাংশ স্বাস্থ্য মন্ত্রক বহন করে, বাকি পরিমাণ রাজ্য সরকার সরবরাহ করে। বাংলায় এই প্রকল্পের অধীনে, গত 10 বছরে প্রায় 28 হাজার শিশুর চিকিৎসা করা হয়েছে। যা দেশে একটি রেকর্ড। এর পরে মহারাষ্ট্র দ্বিতীয় এবং পাঞ্জাব তৃতীয় স্থানে রয়েছে।
কোন কোন হাসপাতালে এই স্কিমের অধীনে শিশুর চিকিৎসা করাতে পারবেন?
মনে রাখবেন, স্বাস্থ্য বিভাগ কিছু বেসরকারি হাসপাতালের সঙ্গে পিপিপি মডেলে শিশুদের সার্জারি পরিচালনা করছে। তাই শিশুসাথীকে স্বাস্থ্য সাথী প্রকল্পের সঙ্গে যুক্ত করা হলে জেলার শিশুদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যেতে হবে না।
যেকোনও বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজেও চিকিৎসা করানো যায়। NRS, SSKM, RGKar মেডিকেল কলেজ সহ রাজ্যের নিম্নলিখিত সরকারি হাসপাতালে প্রতি বছর গড়ে 3,000 শিশুর হার্ট সার্জারি করা হয়।
1) কলকাতার SSKM হাসপাতাল।
2) আরজি কর মেডিক্যাল কলেজ।
3) কলকাতার আরএন টেগোর।
4) NRS হাসপাতাল।
5) আইপিজিএমইআর, কলকাতা।
6) ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস বিএম বিড়লা হাসপাতাল।
7) দুর্গাপুরের মিশন হাসপাতাল।
8) বিসি রায় মেমোরিয়াল হসপিটাল ফর চিলড্রেন।
আরো পড়ুন: ৫ কেজি না! এবার ১০ কেজি ফ্রি রেশন মিলবে, কবে থেকে পাবেন জানুন
শিশুসাথী প্রকল্পের সুবিধা কী কী?
1) বিনামূল্যে কার্ডিয়াক (হার্ট) সার্জারি।
2) বিনামূল্যে নিউরোসার্জারি।
3) বিনামূল্যে জন্মগত ছানি সার্জারি।
4) অন্যান্য জটিল চোখের সার্জারি।
কোন কোন শিশু সুবিধা পাবেন?
1) শিশুর সর্বোচ্চ বয়স 12 বছর।
2) শিশুকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
3) শিশু ও পিতা-মাতার সরকারি শংসাপত্র।
কীভাবে আবেদন করবেন?
শিশু সাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া-
1) আবেদনের জন্য প্রথমে পশ্চিমবঙ্গ শিশুসাথী যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান।
2) আবেদনপত্র পূরণ করে সমস্ত ডকুমেন্ট আপলোড করে আবেদন পত্রটি জমা দিন।
আরো পড়ুন: এই নম্বরটি সেব করুন! ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই কাজে লাগবে
শিশু সাথী প্রকল্পের জন্য অফলাইন আবেদন প্রক্রিয়া-
1) আবেদনের জন্য SSKM হাসপাতালে যোগাযোগ করুন।
2) আবেদনপত্র পূরণ করে অভিভাবকদের আধার কার্ড এবং ভোটার কার্ডও, আবেদনকারীর দু’টি পাসপোর্ট ছবি, পারিবারিক আয়ের সনদ, থাকলে বিপিএল রেশন কার্ড জমা সহ আবেদন পত্রটি জমা দিন।