গোটা বাংলা জুড়ে 44টি মেডিক্যাল কলেজ। MBBS আসন সংখ্যা ছাড়িয়ে যাবে 6000। দুর্দান্ত ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। এরই মধ্যে পশ্চিমবঙ্গে নতুন করে ৮টি মেডিক্যাল চালু করতে চলেছে রাজ্য সরকার।
এর দরুণ হাসপাতালেরও উন্নতি হবে। কারণ, রাজ্যের মেডিক্যাল কলেজগুলির সঙ্গে অনেকক্ষেত্রেই দেখা যায় যে হাসপাতালগুলি সংযুক্ত থাকে। সেক্ষেত্রে মে়ডিকেল কলেজ প্রসারিত হলে হাসপাতালেরও উন্নতি হবে।
হাসপাতালের উন্নতি হলে সাধারণ মানুষেরও চিকিৎসা খাতে সুবিধা বাড়বে। সবমিলিয়ে দেখলে গেলে রাজ্য এখন স্বাস্থ্য খাতে উন্নতি করতে চলেছে।
রাজ্যের নতুন ৮ টি মেডিক্যাল কলেজ কোথায় কোথায় হবে?
(১) পুরুলিয়ার ভারত মেডিকেল কলেজ।
(২) খড়্গপুরের ডাঃ বিসি রায় মাল্টি স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টার।
(৩) অশোকনগরের এমআর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স।
(৪) বর্ধমানের ইস্ট-ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স।
(৫) নিউ টাউনে পিকেজি মেডিক্যাল কলেজ।
(৬) রানাঘাটের মন্দাকিনি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স।
(৭) কৃষ্ণনগরের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স।
(৮) রঘুনাথগঞ্জের জাকির হোসেন মেডিক্যাল কলেজ।
এছাড়াও, এর আগে থেকেই বাংলায় এমন কিছু কিছু মেডিক্যাল কলেজ রয়েছে। যেগুলো সম্প্রসারণ করার চিন্তাভাবনা করেছে সরকার। ওই কলেজগুলো হল-
- মালদা মেডিক্যাল কলেজ।
- মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ।
- সাগর দত্ত মেডিক্যাল কলেজ।
- ইএসআই মেডিক্যাল কলেজ।
- কেপিসি মেডিক্যাল কলেজ।
- আইকিউ সিটি মেডিক্যাল কলেজ
- সানাকা মেডিক্যাল কলেজ।
আরো পড়ুন: ৫০০ টাকার নোট তো সবার কাছে আছে, ২০০০ এর পর এবার ৫০০-র গল্প শুরু
প্রসঙ্গত, রাজ্যে নতুন মেডিক্যাল কলেজ হলে, তা স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে নতুন দিশা দেখাতে পারে ঠিকই, সঙ্গে ডাক্তারি পড়ার ক্ষেত্রেও বিশেষ সুবিধা নিয়ে আসবে। মেডিক্যাল কলেজ মানেই আরও ডাক্তারি পড়ার সুযোগ পাবেন ছাত্র ছাত্রীরা। বাংলায় থেকেই সেই সুযোগ আসবে হাতের মুঠোয়।