এই বিশ্বে শ্রমিক বা কর্মচারীরা যখনই একজোট হয়েছেন তখনই তাঁরা মালিকের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে পেরেছেন। এটা ইতিহাসের অমোঘ সত্যি এক নিয়ম। সম্প্রতি ফেসবুকে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের একটি গ্রুপে রাজ্য সরকারের এক কর্মী এমন একটি মন্তব্য পোস্ট করেছেন যা দেখলে ইতিহাসের সেই অমোঘ নিয়মের কথা মনে পড়তে বাধ্য। জনৈক ওই ব্যক্তি লিখেছেন, ‘৫০ শতাংশ ডিএ এক সপ্তাহে পাওয়া যাবে, যদি এই গ্রুপের ৯০,০০০ বন্ধু একসঙ্গে দাঁড়াই’।
রাজ্য সরকারি কর্মচারীদের ওই ফেসবুক গ্রুপে করা মন্তব্যটি ডিএ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কর্মীদের মধ্যে চলমান মতবিরোধের কথাই তুলে এনেছে। ঐ ব্যক্তি বলতে চেয়েছেন, সকল রাজ্য সরকারি কর্মী যদি বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ-র দাবিতে একজোট হয়ে পদক্ষেপ করেন তবে কালের নিয়ম মেনে পশ্চিমবঙ্গ সরকারও বাধ্য হবে ১৪ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করে দিতে।
তিনি কর্মীদের ইউনিটি অর্থাৎ একতার কথা মনে করিয়ে দিয়েছেন। গোটা ঘটনাক্রম থেকে পরিষ্কার, মে মাস থেকে পশ্চিমবঙ্গ সরকার তাদের কর্মীদের আরও ৪ শতাংশ অতিরিক্ত মহার্ঘ ভাতা দিলেও তাতে রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ মোটেও খুশি নয়।
উল্লেখ্য সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই মুহূর্তে ৫০ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছেন। গত মার্চ মাসের শুরুতেই তাঁদের আরও ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। যা ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে কার্যকরী হয়েছে। ঠিক তার কিছুদিন আগে রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের জন্য ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। সেটা আবার এই মে মাস থেকে কার্যকরী হয়েছে।
কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যেখানে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছে, সেখানে মে মাসের বৃদ্ধি ধরে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মাত্র ১৪ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন।
শতাংশের হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা পরিষ্কার ৩৬ শতাংশ কম মহার্ঘ ভাতা পাচ্ছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে পাচ্ছেন, সেখানে পশ্চিমবঙ্গ সরকার তার কর্মীদের ষষ্ঠ পে কমিশনের অধীনে মহার্ঘ ভাতা দিচ্ছে। ফলে বুঝতেই পারছেন দুই সরকারের সিদ্ধান্তের মধ্যে বৈষম্য কতটা।
এদিকে রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে লাগাতার আন্দোলন করে চলেছেন। দীর্ঘদিন ধরে যৌথ সংগ্রামী মঞ্চের ব্যানারে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে কলকাতার রাজপথে অনশন বিক্ষোভ করছেন।
আরো পড়ুনঃ ৫০০০ না, ২৫ হাজারের মধ্যে এতজন অযোগ্য! ঘুর পথে মেনে নিল SSC
এই মুহূর্তে মহার্ঘ ভাতার বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। হাইকোর্ট পর্যন্ত রায় দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। এখনও সেই মামলা নিষ্পত্তি হয়নি।