আগামী ১লা এপ্রিল থেকে ভারতীয় ব্যাংকিং সেক্টরে বড়সড় পরিবর্তন আসছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক নতুন কিছু নিয়ম (Rules in Banking) কার্যকর করতে চলেছে, যা ভারতীয় স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কানারা ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কের মতো বড় বড় ব্যাঙ্কগুলিতে সরাসরি প্রভাব ফেলবে। আর এই পরিবর্তনের মূল লক্ষ্য হল ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরো স্বচ্ছ এবং কার্যকর করে তোলা।
এই নতুন নিয়মগুলির ফলে গ্রাহকদের দৈনন্দিন লেনদেন, এটিএম ব্যবহার, সুদের হার, ডিজিটাল ব্যাংকিং সহ বিভিন্ন ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, গুরুত্বপূর্ণ পাঁচটি পরিবর্তন সম্পর্কে, যেগুলো সম্পর্কে আগে থেকেই অবগত থাকা জরুরী।
মিনিমাম ব্যালেন্সের নতুন নিয়ম
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী, সেভিংস অ্যাকাউন্টে এখন আগের চেয়ে বেশি ব্যালেন্স রাখতে হবে। ন্যূনতম ব্যালেন্স নির্ভর করবে গ্রাহকদের অ্যাকাউন্টের ধরন এবং অবস্থানের উপর। শহরের ক্ষেত্রে ব্যালেন্স বেশি রাখতে হবে এবং গ্রামের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম ব্যালেন্স রাখলে হবে।
তবে ন্যূনতম ব্যালেন্স না রাখতে পারলে জরিমানা গুনতে হবে। আগে মিনিমাম ব্যালেন্স রাখার শর্ত অনেকটাই সহজ ছিল। তবে এবার বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে এই নিয়ম আরো কঠোরভাবে প্রয়োগ করা হবে।
এটিএম লেনদেনের নতুন নিয়ম
এবার এটিএম থেকে বিনামূল্যে লেনদেনের সংখ্যা কমিয়ে দিচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। অন্যান্য ব্যাংকের এটিএম ব্যবহারের সীমা এখন আরও কমিয়ে দেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করলে এবার গুনতে হবে বাড়তি চার্জ।
বর্তমানে একটি ব্যাঙ্কের নিজস্ব এটিএম থেকে প্রতি মাসে পাঁচবার বিনামূল্যে টাকা তোলা যায়। আর অন্যান্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করলে তিনবার বিনামূল্যে টাকা তোলা যায়। তবে নতুন নিয়ম অনুযায়ী এই সংখ্যা আরো কমানো হতে পারে এবং অতিরিক্ত লেনদেনের জন্য ২০ থেকে ২৫ টাকা চার্জ গুনতে হবে।
সুদের হারে পরিবর্তন
এবার থেকে সেভিংস অ্যাকাউন্টের সুদের হার ব্যালেন্সের উপর নির্ভর করবে। সুদের হার পুনরায় সংশোধন করা হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। এছাড়া দীর্ঘমেয়াদে বিনিয়োগে আকর্ষণ করতে FD-তে সুদের হার আরো বাড়ানো হবে। তাই যদি এখন আপনার সেভিংস অ্যাকাউন্টে বেশি টাকা থাকে, তাহলে বেশি সুদ পেতে পারেন। পাশাপাশি FD-তে বেশি মেয়াদের জন্য সুদের হার বেশি পেতে পারেন।
ডিজিটাল ব্যাংকিং সুবিধার আরও সম্প্রসারণ
ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার অনলাইন ও মোবাইল ব্যাংকিং পরিষেবাকে আরো উন্নত করতে চলেছে। কাস্টমার সাপোর্টের জন্য এবার AI চ্যাটবট চালু করা হবে বলে জানা যাচ্ছে। লেনদেনকে আরো সুরক্ষিত করতে বায়োমেট্রিকেশন এবং টু-ফ্যাক্টর ভেরিফিকেশনও চালু হতে চলেছে। ব্যাংকিং পরিষেবাকে আরো স্মার্ট এবং ডিজিটাল করতে অনলাইন ব্যাংকিং অ্যাপে এই সমস্ত নতুন ফিচার যুক্ত করা হবে।
পজিটিভ পে সিস্টেম চালু হচ্ছে
এবার থেকে ৫০ হাজার টাকার বেশি লেনদেন করলে চেক অতিরিক্ত যাচাই করার প্রয়োজন পরবে। চেক ডিপোজিট করার আগে গ্রাহককে চেকের সমস্ত তথ্য ভেরিফাই করতে হবে। বিশেষজ্ঞরা মনে করছে, এই নিয়ম জালিয়াতি এবং ত্রুটি এড়াতে সাহায্য করবে। তবে এই নতুন সিস্টেমের ফলে চেকের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে আরো স্বচ্ছতা বজায় থাকবে এবং প্রতারণার ঝুঁকিও কমবে।
আরও পড়ুন: স্কুল পড়ুয়াদের জন্য নতুন নিয়ম! এবার আধার আপডেট না করলে মিলবে না কোন সুবিধা
গ্রাহকদের কী করনীয়?
এবার থেকে আপনার ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার চেষ্টা করুন। পাশাপাশি এটিএম থেকে অতিরিক্ত লেনদেনের জন্য কত টাকা চার্জ গুনতে হবে তা সম্পর্কে আগেভাগে সতর্ক হন। সেভিংস অ্যাকাউন্ট এবং FD-তে নতুন সুদের হার কী হবে, তা আগে থেকে জেনে নেওয়া জরুরী। এছাড়া অনলাইন ব্যাংকিং ও নতুন সিকিউরিটি ফিচার সম্পর্কে আগে থেকে আপডেটেড থাকুন।